For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেট্রোলের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির মাঝে মোদীর খোঁচা পূর্ববর্তী 'সরকার'গুলিকে

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই দেশে বাড়ছে পেট্রোলের দামের গতি । প্রতিদিন নতুন নতুন হারে বাড়ছে পেট্রোলের দাম। এমন এক পরিস্থিতিতে নরেন্দ্র মোদী তোপ দাগলেন দেশের পূর্ববর্তী সরকারগুলির দিকে। এদিন ভারতের প্রধানমন্ত্রী বলেন, যদি আগের সরকারগুলি আমদানী নির্ভরতা কমিয়ে ফেলত তাহলে আজ মধ্যবিত্তের ওপর বোঝা চড়ত না।

পেট্রোলের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির মাঝে মোদীর খোঁচা পূর্ববর্তী সরকারগুলিকে

প্রসঙ্গত, জ্বালানি তেলের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপর। প্রসঙ্গত ভারতে জ্বালানির চাহিদার ৮৫ শতাংশই আসে বিদেশ থেকে। বিদেশ থেকে এই তেল আমদানী করা হয়। এদিকে, গ্যাসে ক্ষেত্রেও বিদেশ থেকে ৫৩ শতাংশ আমদানি করে ভারতে চাহিদার যোগান দিতে হয়।

ভোটমুখী তামিলনাড়ুতে এক সভায় মোদী বলেছেন, ' আমি কারোর সমালোচনা করতে চাই না। তবে আমি বলতে চাই যে যদি বিষয়টিতে আগে ফোকাস করা যেত ,তাহলে মধ্যবিত্তের উপর এমন প্রভাব পড়ত না। ' উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজ্যে ক্রমাগত বাড়ছে তেলের দাম। এমনকি গোটা দেশেই পেট্রোল কার্যত অগ্নিমূল্য হয়েছে।

এদিকে, জানা যাচ্ছে, সরকার আপাতত প্রাকৃতিক গ্যাসের ভান্ডার যাতে দেশে বাড়ানো যায়, তার দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছে। দেশে যাতে আরও রিনিউঅ্যাবল শক্তি বাড়ানো যায় , তার চেষ্টায় রয়েছে মোদী সরকার।

English summary
With India's High petrol price, Narendra Modi targets previous governments for import dependence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X