For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Gujarat oath Ceremony: গুজরাতের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল! মন্ত্রিসভার সদস্যদের সম্ভাব্য তালিকা

সোমবার দুপুর দুটোয় দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল। এদিন তাঁর মন্ত্রিসভাও শপথ নেবে। সেই তালিকায় ২৫-২৮ টি নাম থাকতে পারে বলে সূত্রের খবর। এর মধ্যে ১০-১২ জন ক্যাবিনেটমন্ত্রী পদ

  • |
Google Oneindia Bengali News

সোমবার দুপুর দুটোয় দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল। এদিন তাঁর মন্ত্রিসভাও শপথ নেবে। সেই তালিকায় ২৫-২৮ টি নাম থাকতে পারে বলে সূত্রের খবর। এর মধ্যে ১০-১২ জন ক্যাবিনেটমন্ত্রী পদমর্যাদার হতে পারেন। বাকিরা প্রতিমন্ত্রী পর্যায়ের হতে পারেন বলে সূত্রের খবর।

গত সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন

গত সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন

গত সেপ্টেম্বরে ভূপেন্দ্র প্যাটেলকে বিজয় রূপানির স্থলাভিষিক্ত করা হয়েছিল। সেই পরিবর্তনের জেরে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া অনেকটাই কমাতে সমর্থ হয় বিজেপি। এবারের শপথগ্রহণে হতে চলেছে মেগা শো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। গত ৮ ডিসেম্বর জয়ের পরে ভূপেন্দ্র প্যাটেল বলেছিলেন, গুজরাত আবারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং উন্নয়নের রাজনীতিতে অনুমোদন দিয়েছে।

 গুজরাত মন্ত্রিসভার নতুন মুখ কারা হতে পারেন

গুজরাত মন্ত্রিসভার নতুন মুখ কারা হতে পারেন

এবার গুজরাত মন্ত্রিসভায় বিভিন্ন সম্প্রদায়ের সমন্বয়ের পাশাপাশি বিভিন্ন জেলার বিধায়কদের রাখা হতে পারে। ভূপেন্দ্র প্যাটেলের দ্বিতীয় মন্ত্রিসভায় ২৫-২৮ জন মন্ত্রী থাকতে পারেন। তাঁদের মধ্যে নতুন মুখ হতে পারেন অল্পেশ ঠাকুর, শঙ্কর চৌধুরী, দর্শনা শাহ, অমিত ঠক্কর এবং হার্দিক প্যাটেলের মতো নেতারা।

পুরনো-নতুনের মেলবন্ধন

পুরনো-নতুনের মেলবন্ধন

হার্দিক প্যাটেলের নাম উল্লেখযোগ্য। কেননা তিনি গত জুনে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। অন্যদিকে অল্পেশ ঠাকুরও কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন গত ২০১৯-এ। গান্ধীনগর দক্ষিণ আসন থেকে তিনি জয়ী হয়েছেন। এবার শঙ্কর চৌধুরীর নাম উঠে আসছে। তিনি রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। এছাড়া অর্থমন্ত্রী থাকা কানু দেশাই, পরিবহণমন্ত্রী পূর্ণিশ মোদী এবং শিক্ষামন্ত্রী জিতু ভাঘানিকেও নতুন মন্ত্রিসভায় দেখা যেতে পারে।

মন্ত্রিসভার সম্ভাব্য পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা

মন্ত্রিসভার সম্ভাব্য পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা

ভূপেন্দ্র প্যাটেলের সম্ভাব্য মন্ত্রিসভার পূর্ণমন্ত্রীরা হলেন, জিতু ভাঘানি, কানু দেশাই, নরেশ প্যাটেল, পূর্ণিশ মোদী, অল্পেশ ঠাকুর, শঙ্কর চৌধুরী, ঋষিকেশ প্যাটেল, রাঘবজি প্যাটেল, কুনভারজি বাভালিয়া, রমনভাই ভোরা, শম্ভুনাথ টুন্ডি, মুরাভাই বেরা।
অন্যদিকে সম্ভাব্য প্রতিমন্ত্রীরা হলেন, হার্দিক প্যাটেল, হর্ষ সাংভি, দর্শিতা শাহ, ভিনু মোরাদিয়া, বাচুভাই খাবাদ, কেয়ুর রোকাদিসা, ত্রিকম ছাঙ্গা, কান্তিভাই অমৃতিয়া, ভহবানী করগাঠিয়া, পুরুষোত্তম সোলাঙ্কি, অমিত ঠক্কর, ভাহা বরদ, জহদীশ মাকোয়ানা, প্রদ্যুন্ন ভাজা।

Suvendu Adhikari: রয়েছে ঠাসা কর্মসূচি! সোমবার রাতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারীSuvendu Adhikari: রয়েছে ঠাসা কর্মসূচি! সোমবার রাতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী

English summary
With Gujarat CM's oath taking Ceremony, there are possible list of cabinet ministers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X