For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিশানায় দিওয়ালি! কাশ্মীরের পথ রুদ্ধ হতেই নেপাল সীমান্তে ডেরা ৫ পাকিস্তানি জঙ্গির

কাশ্মীর জুড়ে এই মুহূর্তে কড়া সতর্কতা। গোটা জম্মু ও কাশ্মীর এই মুহূর্তে নিরাপত্তার চাদরে ঢেকে গিয়েছে। ফলে কোনও মতেই মাথাচাড়া দিতে পারছে না সন্ত্রাসবাদ।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর জুড়ে এই মুহূর্তে কড়া সতর্কতা। গোটা জম্মু ও কাশ্মীর এই মুহূর্তে নিরাপত্তার চাদরে ঢেকে গিয়েছে। ফলে কোনও মতেই ভূস্বর্গে মাথাচাড়া দিতে পারছে না সন্ত্রাসবাদ। এমন এক পরিস্থিতিতে কাশ্মীরের রাস্তা ছেড়ে ভারতে প্রবেশের অন্য পথ বেছে নিয়েছে পাকিস্তানি জঙ্গিরা । এবার দিওয়ালিকে নিশানায় রেখে অন্য এক নিশকতার ছকে বুঁদ পাকিস্তানি জঙ্গিরা।

নেপাল থেকে উত্তর প্রদেশের পথে ভারতে প্রবেশের ছক!

নেপাল থেকে উত্তর প্রদেশের পথে ভারতে প্রবেশের ছক!

সাম্প্রতিক এক রিপোর্টে এনআইএ জানিয়েছে, ৫ জন কুখ্য়াত জঙ্গিকে নেপাল সীমান্তের কাছে দেখা গিয়েছে। আর সেই পথ ধরে নোপাল থেকে উত্তর প্রদেশের গোরক্ষপুর হয়ে ভারতে ঢুকে নাশকতার পরিকল্পনা রয়েছে তাাদের বলে জানিয়েছে এনআইএ।

নজরে দিওয়ালি

নজরে দিওয়ালি

মনে করা হচ্ছে, আসন্ন দিওয়ালিতে ভারতে বড়সড় নাশকতার পরিকল্পনা রয়েছে পাকিস্তানি জঙ্গিদের। এর আগে ইসলামাবাদে দফায় দফা য় পাকিস্তনি গুপ্তচর সংস্থা আইএসাইএর সঙ্গে জঙ্গি সংগঠনগুলির বিস্তর আলোচনা হয়েছে। এরপরই এই ধরনের পরিকল্পনা রয়েছে তাদের বলেল খবর।

আফগানদের নিয়ে আক্রমণের ছক

আফগানদের নিয়ে আক্রমণের ছক

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের জঙ্গিরা কাশ্মীরে অশান্তি ছড়াবার জন্য আফগান জঙ্গিদের নিয়ে বিশেষ অভিযান চালাতে চাইছে। সীমান্ত দিয়ে যেকোনওভাবে জঙ্গি অনুপ্রবেশ করানোর ছকে, তারা এবার আফগন ও পশতো জঙ্গিদের কাজে লাগাতে চাইছে।

খাইবার পাখতুন খোয়ায় বিশেষ বৈঠক

খাইবার পাখতুন খোয়ায় বিশেষ বৈঠক

সূত্রের দাবি, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের খাইবার পাখতুনখোয়াতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে জঙ্গিদের ভারতে প্রবেশ নিয়ে সম্প্রতি বিস্তর আলোচনা হয়। তারপরই দিওয়ালিকে নিশানা করে, আফগান জঙ্গিদের ভারতে প্রবেশের ছক কষছে ইসলামাবাদ।

 ভারতে জারি হাই অ্যালার্ট

ভারতে জারি হাই অ্যালার্ট

এদিকে দিওয়ালিতে বড়সড় হামলার আশঙ্কায় ইতিমধ্যেই একাধিক জায়গায় জারি হয়েছে হাই অ্যালার্ট। পাঞ্জাব ও পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারবেসে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। জম্মু তে জারি রয়েছে হাই অ্যালার্ট।

English summary
With Afghanis Pak terrorists spotted news Indo Nepal border before Diwali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X