For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাড়িয়ে গেল সব সীমারেখা! দিল্লিতে ট্রাক চালককে সর্বোচ্চ জরিমানা

নতুন মোটর ভেহিকেলস আইনে ট্রাক চালকের জরিমানার সর্বকালীন রেকর্ড। ট্রাফিক আইন ভঙ্গ করায় রাজস্থানের রেজিস্ট্রেশনের ওই ট্রাকটিকে দিল্লিতে জরিমানা দিতে হয়। জরিমানার পরিমাণ ১.৪১ লক্ষ টাকা।

  • |
Google Oneindia Bengali News

নতুন মোটর ভেহিকেলস আইনে ট্রাক চালকের জরিমানার সর্বকালীন রেকর্ড। ট্রাফিক আইন ভঙ্গ করায় রাজস্থানের রেজিস্ট্রেশনের ওই ট্রাকটিকে দিল্লিতে জরিমানা দিতে হয়। জরিমানার পরিমাণ ১.৪১ লক্ষ টাকা। কোনও কোনও জরিমানার পরিমাণ গাড়ির আসল দামের অর্ধেক ছাড়িয়ে যাওয়ায় বিক্ষোভও শুরু হয়েছে।

রাজস্থানের ট্রাক চালকের ১, ৪১,৭০০ টাকা জরিমানা

রাজস্থানের ট্রাক চালকের ১, ৪১,৭০০ টাকা জরিমানা

মঙ্গলবার দিল্লির রোহিনি আদালতে রাজস্থানের ট্রাকচালককে জরিমানা বাবদ ১,৪১,৭০০ টাকা দিতে হয়েছে। ওভারলোডিং-এর জন্য জরিমানা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২০ হাজার টাকা। আর প্রতিটন মালের জন্য জরিমানা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ হাজার টাকা।

ওড়িশায় ট্রাক চালকের ৮৬,৫০০ টাকা জরিমানা

ওড়িশায় ট্রাক চালকের ৮৬,৫০০ টাকা জরিমানা

ওড়িশার সম্বলপুরে ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর নাগাল্যান্ডের। NL01G1470। ৮৬,৫০০ টাকা জরিমানা ধার্য করা হলেও, শেষ পর্যন্ত তা ৭০ হাজার টাকা মিটে যায়। চালক বেশ কিছু কাগজ দেখাতেই এই জরিমানা কমে যায় বলে জানা গিয়েছে। জরিমানা দেওয়ার পর ৬ অক্টোবর ট্রাকটিকে ছেড়েও দেওয়া হয়।

চালক অশোক যাদবের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছিল তার মধ্যে রয়েছে,গাড়ি চালানোয় অঅনুমোদিত ব্যক্ত( ৫০০০), লাইসেন্স ছাড়াই গাড়ি চালানো(৫০০০), ওভার লোডিং( ৫৬০০০) মাত্রা অনুমানের ওপর বহন(২০০০০), সাধারণ অপরাধ(৫০০)। তালচের থেকে ছত্তিশগড় যাওয়ার পথে ট্রাকটিকে ধরেন সম্বলপুরের আরটিও-র আধিকারিকরা।

ভুবনেশ্বরে অটোচালকের ৪৭, ৫০০ টাকা জরিমানা

ভুবনেশ্বরে অটোচালকের ৪৭, ৫০০ টাকা জরিমানা

ভুবনেশ্বরের ট্রাফিক পুলিশ অটোচালককে ৪৭, ৫০০ টাকা জরিমানা ধার্য করেন। যার মধ্যে অবৈধ ড্রাইভিং লাইসেন্সে জন্য ৫০০০ টাকা, মদ্যপ অবস্থায় চালানোর জন্য ১০ হাজার টাকা, দূষণ সংক্রান্ত কাগজ না থাকার জন্য ১০ হাজার টাকা, পারমিট না থাকায় ১০ হাজার টাকা, গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় ৫ হাজার টাকা, ইনসিওরেন্সের কাগজ না থাকায় ২ হাজার টাকা এবং আইনের অন্য অংশের ভঙ্গের কারণে আরও ৫৫০০ টাকা।

অটোচালক হরিবন্ধু কানহার জানিয়েছেন, সম্প্রতি তিনি এই অটো কিনেছিলেন। কিন্তু এদিন পুলিশ এর ওপর ব্যাপক জরিমানা চাপিয়েছে। তার কাছে টাকা না থাকায় সে জরিমানার টাকা দিতে পারেনি।

১ সেপ্টেম্বর থেকে ওড়িশার মতোই দেশের বেশিরভাগ রাজ্যে লাগু হয়েছে মোটর ভেহিকেলস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৯।

English summary
With a fine of Rs 1.41 lakh, a Rajasthan-registered truck has broken the record in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X