For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

VACANCIES ALERT: করোনা পরিস্থিতির মধ্যে কর্মসংস্থানে দিশা দেখাচ্ছে এই সংস্থা! ২৩ হাজার কর্মী নিয়োগের ঘোষণা

ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে দিশেহারা দেশ। একাধিক রাজ্যে চলছে লকডাউন। কার্যত সংক্রমণের চেন ভাঙতে লকডাউনেই ভরসা সংশ্লিষ্ট রাজ্যের সরকারগুলির। যার প্রভাব পড়ছে জনমানসে! কার্যত দীর্ঘদিন ধরে চলা লকডাউনের কারনে অর্থনীতিতে ধস নামতে

  • |
Google Oneindia Bengali News

ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে দিশেহারা দেশ। একাধিক রাজ্যে চলছে লকডাউন। কার্যত সংক্রমণের চেন ভাঙতে লকডাউনেই ভরসা সংশ্লিষ্ট রাজ্যের সরকারগুলির। যার প্রভাব পড়ছে জনমানসে! কার্যত দীর্ঘদিন ধরে চলা লকডাউনের কারনে অর্থনীতিতে ধস নামতে শুরু করেছে। ফলে একাধিক সংস্থাতে শুরু হয়েছে কর্মী ছাঁটাই।

কোথাও চলছে কর্মী ছাঁটাই তো কোথাও আবার কমিয়ে দেওয়া হচ্ছে বেতণ। এই অবস্থায় অন্য কোনও সংস্থাতে চাকরি পাওয়াটাও রীতিমত চ্যালেঞ্জের। কিন্তু এই খারাপ সময়ের মধ্যেও কিছুটা হলেও স্বস্তির খবর চাকরির বাজারে।

২৩ হাজার কর্মী নিয়োগ!

২৩ হাজার কর্মী নিয়োগ!

প্রায় ২৩ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে এই সংস্থা। আগামী তিনমাস এই সংখ্যায় কর্মী নিয়োগ করবে সংস্থা। নুন্যতম মাধ্যমিক পাশেই এই চাকরির জন্যে আবেদন করা যাবে। যা অবশ্য খারাপ সময়ে কিছুটা হলেও বেকারত্ব ঘোচাতে সাহায্য করবে। কর্মসংস্থানের ক্ষেত্রে নয়া দিক খুলে যাবে বলে মনে করছেন অর্থনীতির কারবারিরা।

অনআইনে চাহিদা বেড়ে গিয়েছে!

অনআইনে চাহিদা বেড়ে গিয়েছে!

গোটা দেশে অনলাইনে কেনাকাটার উপর চাহিদা ক্রমশ বাড়ছে। কারোর সর্বনাশ কারোর পৌষ মাস! কথাতেই রয়েছে। করোনা পরিস্থিতিতে অনলাইনে কেটাকাটা ভয়ঙ্কর ভাবে বেরে গিয়েছে। আর সেই চাহিদা পূরণ করতে প্রয়োজন বিশাল সংখ্যায় একটা লোকবল। আর সেই কারণে প্রচুর কর্মী নিয়োগের ঘোষণা করল দেশের অন্যতম বৃহত্তম E-commerce ফ্লিপকার্ট। সংস্থা জানিয়েছে দেশের একাধিক রাজ্যে বিশাল সংখ্যায় কর্মী নিয়োগ করা হবে। আগামী তিনমাস ধরে ২৩ হাজার নিয়োগ করা হবে। এমনটাই ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে।

বিভিন্ন বিভাগে হবে এই কর্মী নিয়োগ!

বিভিন্ন বিভাগে হবে এই কর্মী নিয়োগ!

মূলত গোটা দেশে সাপ্লাই চেন ঠিন রাখতে বিভিন্ন বিভাগে এই কর্মী নিয়োগ করা হবে। এমনটাই ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে। ডেলিভারী এক্সিকুটিভ থেকে শুরু করে সংস্থার মধ্যেও হবে এই কর্মী নিয়োগ। যে সমস্ত কর্মী নিয়োগ করা হবে তা পুরোটাই হবে ভার্চুয়ালের মাধ্যমে। সাপ্লাই চেন ম্যানেজম্যান্ট কি তা জানাতে একটা ট্রেনিং হবে। সেটাও ডিজিটালের মাধ্যমে করা হবে। এমনটাই ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে। ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে যে, যে সমস্ত নিয়োগ করা হবে সমস্ত কর্মীদের সেফটি সংস্থার তরফে দেওয়া হবে।

গ্রোসারি ব্যবসা জনপ্রিয় হচ্ছে

গ্রোসারি ব্যবসা জনপ্রিয় হচ্ছে

অন্যান্য সামগ্রীর সঙ্গে ধীরে ধীরে ফ্লিপকার্ট বাজারের ব্যবসাতেও ঢুকছে। সস্তায় লোকের বাড়িতে পৌঁছে দিচ্ছে বাজার। যা ক্রেতাদের কাছেও বেশ জনপ্রিয় হয়েছে। কলকাতা সহ একাধিক রাজ্যে ফ্লিপকার্ট থেকে বাজার করার চাহিদা বাড়ছে। প্রত্যেকদিন প্রায় ৬৪ হাজার অর্ডার আসছে ফ্লিপকার্টে মাধ্যমে। এই অবস্থায় প্রয়োজন প্রচুর লোকবলের। আর সেই কারণে দ্রুত এই নিয়োগ পর্ব চালানো হচ্ছে সংস্থার তরফে।

English summary
With 23,000 jobs in 3 months, THIS company could be your answer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X