For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেকর্ড ভোটে ওয়ানাড থেকে এগিয়ে ইতিহাস গড়লেন রাহুল! তাঁর ভোট পরিসংখ্যান কী বলছে

লক্ষ্যে পৌঁছনো তাঁর পক্ষে হয়তো সম্ভব হবে না। দেশের প্রধানমন্ত্রী হওয়া তো দূর অস্ত, রাহুল গান্ধীর কংগ্রেস গোটা দেশের কাছে ধরাশায়ী। আমেঠিতেও নিজের গড় ধরে রাখতে পারেননি রাহুল গান্ধী।

Google Oneindia Bengali News

লক্ষ্যে পৌঁছনো তাঁর পক্ষে হয়তো সম্ভব হবে না। দেশের প্রধানমন্ত্রী হওয়া তো দূর অস্ত, রাহুল গান্ধীর কংগ্রেস গোটা দেশের কাছে ধরাশায়ী। আমেঠিতেও নিজের গড় ধরে রাখতে পারেননি রাহুল গান্ধী। তবে সুসংবাদ কংগ্রেস শিবিরের কাছে এসেছে কেরল থেকে।

কেরল থেকে রেকর্ড ভোট রাহুলের!

কেরল থেকে রেকর্ড ভোট রাহুলের!

ভোট পরিসংখ্যান বলছে, ১৩ লাখ ভোট কেরলের ওয়েনাড কেন্দ্রে পড়েছে রাহুল গান্ধীর সপক্ষে। ফলে ২০১৯ সালের নিরিখে নয়া রেকর্ডের পথে রাহুল গান্ধী। ফলে এবার ইতিহাস গড়ার দিকে এগিয়ে চলেছেন রাহুল গান্ধী।

ভোটের ব্যবধান কত?

ভোটের ব্যবধান কত?

কেরলের নামী কমিউনিস্ট নেতা পিপি সুনীরের বিরুদ্ধে লড়াই করছিলেন রাহুল গান্ধী। এদিন দুপুর বেলা গড়াতেই স্পষ্ট হয়ে যায়, বাম দূর্গ কেরলে নিজের কেন্দ্র থেকে ৮ লাখ ভোটের রেকর্ড ব্যবধানে জয়ের পথে এগিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী।

২০১৪ সালে রেকর্ড ছিল ৭ লাখ ভোটের..

২০১৪ সালে রেকর্ড ছিল ৭ লাখ ভোটের..

২০১৪ সালে সবচেয়ে বেশি সংখ্যক ভোটের রেকর্ড ছিল ৭ লাখের ব্যবধানে। তা মহারাষ্ট্রের বিড় লোকসভা কেন্দ্র থেকে আসে। সেই সময় ৭ লাখ ভোটে প্রতীম মুন্ডে। এর আগে ওই একই কেন্দ্রে তাঁর বাবা গোপীনাথ মুন্ডে ৯.১৬ ভোটে জিতেছিলেন। তবে কেরলে রাহুলের বিজয়রথের রেকর্ড রাহুল কোথায় গিয়ে থামান সেদিকে নজর রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের।

English summary
With 13 lakh plus votes and 8 lakh margin so far in Wayanad, Rahul Gandhi on his way to set electoral record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X