For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেহাল অর্থনীতি ও সিএবি নিয়ে উত্তাল হওয়ার ইঙ্গিত দিয়ে আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন

Google Oneindia Bengali News

আজ, সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। আর সেই অধিবেশনে সরকারকে কোণঠাসা করতে একজোট হচ্ছে বিরোধীরা। বেহাল অর্থনীতি, কাশ্মীর পরিস্থিতি ও রাফাল নিয়ে যুগ্ম সংসদীয় কমিটি গঠনের দাবিতে বিরোধীরা যে সরব হবে, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছে। নাগরিকত্ব আইন সংশোধনী বিলের পাশাপাশি মোট ৫০টি বিল সংসদে আনতে চেলেছে সরকার।

কাশ্মীরে রাজনৈতিক বন্দিদের নিয়ে সরকারকে প্রশ্ন

কাশ্মীরে রাজনৈতিক বন্দিদের নিয়ে সরকারকে প্রশ্ন

রবিরবার সর্বদলীয় বৈঠকে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ সরাসরিই প্রশ্ন তুললেন, কেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে? কেন তাঁকে ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে সংসদের অধিবেশনে হাজির হওয়ার সুযোগ দেওয়া হবে না? একই প্রশ্ন তুলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীরর চৌধুরী। এই প্রশ্ন তোলার মধ্য দিয়ে বিরোধীরা স্পষ্ট বুঝিয়ে দিলেন, শীতকালীন অধিবেশনে তাঁরা কোন কোন বিষয়কে বড় করে তুলে ধরতে চাইছেন।

কাশ্মীর নিয়ে সংসদ উত্তাল হওয়ার ইঙ্গিত

কাশ্মীর নিয়ে সংসদ উত্তাল হওয়ার ইঙ্গিত

সংসদে কাশ্মীর নিয়ে সরকারকে কিছুটা ব্যতিব্যস্ত হতে হবে বলেই ধারণা করা হচ্ছে। অগাস্টে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা অধিকার খর্ব করার পর থেকে উপত্যকা আজ পর্যন্ত স্বাভাবিক হয়নি। সকাল-সন্ধ্যা কিছু সময়ের জন্য বাজার খোলা ছাড়া জনজীবন স্বাভাবিক নয়। ইন্টারনেট পরিষেবা এখনও চালু হয়নি। চালু হয়নি পোস্টপেইড মোবাইল পরিষেবাও। রাজনৈতিক দলের নেতারা এখনও গৃহবন্দি। কোনও রাজনৈতিক কর্মসূচিতে কাউকে যোগ দিতে দেওয়া হচ্ছে না। যদিও এভাবে সেখানে পঞ্চায়েতের ব্লক পর্যায়ের কর্তাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে; এখন তোড়জোড় চলছে বিধানসভার ভোট গ্রহণের।

রাজ্যসভায় পেশ হবে নাগরিকত্ব বিল

রাজ্যসভায় পেশ হবে নাগরিকত্ব বিল

এদিকে এবারের অধিবেশনে রাজ্যসভায় সরকার উত্থাপন করতে চলেছে নাগরিকত্ব আইন সংশোধন বিল। গত অধিবেশনে এই বিল লোকসভায় পাস হলেও রাজ্যসভায় আনা হয়নি। রাজ্যসভায় পর্যাপ্ত সংখ্যা না থাকায় তা রাজ্যসভায় পেশ করা হয়নি। এদিকে এনডিএ থেকে সদ্য বিচ্ছেদ হওয়া শিবসেনা রাজ্যসভায় এবার বিরোধী আসনে। এই অবস্থায় বিলটি পাস করানো সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

কী এই নাগরিকত্ব বিল?

কী এই নাগরিকত্ব বিল?

এই বিলে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব অমুসলিম নাগরিক ভারতে আশ্রয় প্রার্থী হয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। এই বিলের বিরোধিতা শুরু হয়েছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বামপন্থীদের পাশাপাশি বিভিন্ন দল এর বিরোধিতা করছে। গোটা উত্তর-পূর্বাঞ্চল এই বিলের বিরোধিতায় উত্তাল হচ্ছে।

আরও যে যে বিল পেশ হবে

আরও যে যে বিল পেশ হবে

এছাড়া চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে হেল্থকেয়ার সার্ভিস পার্সোনেল অ্যান্ড ক্লিনিকাল এস্টাব্লিশমেনট বিল, কর ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী বিল, পেস্টিসাইড ম্যানেজমেন্ট বিল, খনি ও খনিজ পদার্থ সংশোধনী বিল সংসদে পেশ করবে সরকার।

মোট ২৬ দিন কাজ হবে সংসদে

মোট ২৬ দিন কাজ হবে সংসদে

সোমবার থেকে শুরু হতে চলা এই অধিবেশনে মোট ২০দিন বসবে সংসদ। কাজ হবে মোট ২৬দিন। ২৬ নভেম্বর ভারতীয় সংবিধান গ্রহণের ৭০ বছর উপলক্ষে বসবে যৌথ অধিবেশন। এছাড়া রাজ্যসভার ২৫০তম অধিবেশন উপলক্ষে চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর সভপতিত্বে 'ভারতীয় রাজনীতিতে রাজ্যসভার ভূমিকা' শীর্ষক একটি আলোচনার আয়োজন করা হবে।

English summary
winter session of parliament commences from monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X