For Quick Alerts
For Daily Alerts
শুরু হল সংসদের শীত অধিবেশন

সংসদীয়-বিষয়ক মন্ত্রী কমলনাথ জানান, বাদল অধিবশনে বিরোধীদের হট্টগোলের কারণে বিশেষ কাজকর্ম হয়নি। কিন্তু, এবার সব রাজনীতিক দলের নেতারা কথা দিয়েছেন, অধিবেশন চলবে নির্বিঘ্নে। সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করা হবে। প্রসঙ্গত, এবারের অধিবেশেন লোকপাল বিল, মহিলা সংরক্ষণ বিলের মতো গুরুত্বপূর্ণ বিলগুলি পেশ হওয়ার কথা। তেলেঙ্গানা বিলও পেশ করা হবে। লোকসভায় বিরোধী নেত্রী সুষমা স্বরাজ বলেন, মহিলা সংরক্ষণ বিল ও তেলেঙ্গানা বিল সবার আগে পেশ করতে হবে। সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরি বলেছেন, মুদ্রাস্ফীতি, পেনশন ইত্যাদি বিষয়ে তাঁরা আলোচনা চাইবেন এই অধিবশনে।