For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর ভারতে ঢুকে পড়েছে শীত! অনেক জায়গাতেই তাপমাত্রা নেমেছে শূন্য ডিগ্রির কাছাকাছি

গত কয়েকদিনে উত্তর পশ্চিম ভারতের অনেক জায়গাতেই শীতের প্রকোপ শুরু হয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে সেখানে বরফ পাতও শুরু হয়ে গিয়েছে। যার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশও।

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিনে উত্তর পশ্চিম ভারতের অনেক জায়গাতেই শীতের প্রকোপ শুরু হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সেখানে তুষারপাতও শুরু হয়ে গিয়েছে। যার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশও। রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে হরিয়ানা আর পঞ্জাবের বিভিন্ন জায়গায়।

রাতে কমছে তাপমাত্রা

রাতে কমছে তাপমাত্রা

উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। রাত হয়ে দাঁড়াচ্ছে তুলনামূলক ঠাণ্ডা। উত্তর পশ্চিম ভারতের সমতলভাগের অনেকটা অংশের রাতের তাপমাত্রা তুলনামূলক অনেকটাই কম। এর সঙ্গে থাকছে ভোরের কুয়াশা। অন্যদিকে দিনের তাপমাত্রা কিছুটা গরম আর ঝলমলে সূর্য।

তাপমাত্রা নেমে গিয়েছে ১ ডিগ্রিরও নিচে

তাপমাত্রা নেমে গিয়েছে ১ ডিগ্রিরও নিচে

গত ২৪ ঘন্টায় কাজিগুণ্ডে ন্যূনতম তাপমাত্রা নেমেছে ০.৬ ডিগ্রিতে। পাশাপাশি শ্রীনগরের তাপমাত্রাও একই। মানালি আর বানিহালের তাপমাত্রা যথাক্রমে ২.৪ ডিগ্রি আর ৪.৮ ডিগ্রি।

অনেক জায়গাতেই তাপমাত্রা শূন্যের নিচে

অনেক জায়গাতেই তাপমাত্রা শূন্যের নিচে

অনেক পাহাড়ি জায়গাতেই ন্যূনতম তাপমাত্রা নেমে গিয়েছে শূন্য ডিগ্রির নিচে।

উত্তর পশ্চিম ভারতের সমতলে কম রাতের তাপমাত্রা

উত্তর পশ্চিম ভারতের সমতলে কম রাতের তাপমাত্রা

ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতের সমতলে রেকর্ড কমেছে রাতের তাপমাত্রা। যেমন রাজস্থানের শ্রীগঙ্গানগরে ১১.১, হিসার ১১.২, লুধিয়ানা ১১.২ এবং পাতিয়ালা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। বেসরকারি আবহাওয়া সংস্থার দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ থেকে ৪ দিন তাপমাত্রা একইরকম থাকার সম্ভাবনা।

English summary
Winter enters in many places in North India. Snow falls are there due to Western Disterbances.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X