For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিনন্দনের 'ডিব্রিফিং' পর্ব শেষ! এবার উইং কমান্ডারকে নিয়ে বায়ুসেনার পরবর্তী পদক্ষেপ কী

ভারতীয় বায়ুসেনার উইং কামান্ডার অভিনন্দন বর্তমানের 'ডিব্রিফিং' ও 'কুলিং' প্রক্রিয়া শেষ হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় বায়ুসেনার উইং কামান্ডার অভিনন্দন বর্তমানের 'ডিব্রিফিং' ও 'কুলিং' প্রক্রিয়া শেষ হয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে অবতরণের পর থেকে বহু ধরেনর পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন তিনি। পাশাপাশি পাকিস্তানি সেনা তাঁকে মানসিক অত্যাচার করে বলেও জানা যায়। এরপরই ভারতে ফিরে আসার পর বায়ুসেনার বিশেষ হাসপাতালে অভিনন্দনের চিকিৎসা ও 'ডিব্রিফিং' প্রক্রিয়া চলে।

অভিনন্দনের ডিব্রিফিং পর্ব শেষ! এবার উইং কমান্ডারকে নিয়ে কোন পথে এগোবে বায়ুসেনা

এই পর্বের মধ্যে অভিনন্দনের কাছ থেকে জানতে চাওয়া হয়, তাঁর সঙ্গে পাকিস্তানে ঠিক কী কী ঘটেছে। তাঁর শরীরে পাকিস্তানের তরফে কোনও চিপ লাগানো ছিল কী নাও খতিয়ে দেখা হয়েছে। এরপরই অভিনন্দনকে 'সিক লিভ' এর জন্য ছুটিতে পাঠানো হবে, বলে বায়ুসেনা সূত্রের খবর। জানা গিয়েছে, আপাতত তাঁকে ৪ সপ্তাহের ছুটিতে পাটানো হচ্ছে।

এদিকে, অভিনন্দনের শারীরিক পরীক্ষার সময়ে দেখা গিয়েছে, তাঁর একটি রিব ফ্যাক্চার হয়েছে । দেহের বেশ কয়েকটি জায়গায় চোট আঘাত রয়েছে। প্রসঙ্গত পাকিস্তানের যুদ্ধবিমান এফ ১৬ ভারতের আকাশে প্রবেশ করার পর আকাশপথে পাল্টা হামলা চালায় ভারতের মিগ ২১ বাইসন। সেই যুদ্ধবিমানে ছিলেন ভারতীয় বায়ুসেনা উইং কামান্ডার অভিনন্দন বর্তমান। পাক যুদ্ধবিমানকে ধ্বংস করে অভিনন্দন ভুলবশত পাকিস্তানের মাটিতে অবতরণ করতে বাধ্য হন। এরপরই পাকিস্তান সেনা তাঁকে পাকড়াও করে। স্থানীয়রা মারধর চালায়। যদিও পরে ভারতের তরফের চাপে পড়ে পাকিস্তান অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয়।

English summary
Wing Commander Abhinandan Varthaman’s Debriefing Concludes, to be Sent on Sick Leave: IAF Sources.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X