ফের একবার যুদ্ধবিমানের ককপিটে অভিনন্দন বর্তমান, পাশে পেলেন বায়ুসেনা প্রধানকে
ছয় মাস পরে ফের একবার যুদ্ধবিমান চালালেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাকিস্তান থেকে আহত অবস্থায় ফিরে আসার পর ফের একবার তিনি যুদ্ধবিমানের ককপিটে বসলেন। এদিন পাঠানকোট এয়ারবেস থেকে বায়ুসেনার বিমান চালান তিনি। সঙ্গী ছিলেন বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল চিফ বিএস ধানোয়া।
|
সিংহবিক্রম অভিনন্দনের
ফেব্রুয়ারি মাসে পাঠানকোট হামলার পরে পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে হামলা চালানোর চেষ্টা করে। তবে অভিনন্দন বর্তমান সহ বায়ুসেনার আধিকারিকেরা পাকিস্তানের সেই পরিকল্পনা ভেস্তে দেন। মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানি যুদ্ধবিমানকে তারা পরাস্ত করেন। অভিনন্দন মাঝ আকাশে পরাস্ত করেন পাকিস্তানি বায়ুসেনাকে। তবে বিমানে কিছু ত্রুটি থাকায় সেই বিমান সীমান্তে ভেঙে পড়ে।
|
পাকিস্তানে অভিনন্দন
সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান অভিনন্দন বর্তমান। তাঁকে সেখানে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার চালায়। তা সত্ত্বেও ভেঙে পড়েননি অভিনন্দন। একেবারে সিংহবিক্রমে পাকিস্তানি সেনাকে নাস্তানাবুদ করেন অভিনন্দন। কূটনৈতিক চাপে পাকিস্তান অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয়।
|
ফের একবার ককপিটে
পাকিস্তানি সেনার অত্যাচারে অসুস্থ অভিনন্দন বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন। তারপর ফের একবার বায়ুসেনায় যোগ দেন। এবং এদিন ছয় মাস পরে তিনি ফের একবার যুদ্ধবিমান চালালেন।
[আরও পড়ুন: ইসলামাবাদে কুলভূষণের সঙ্গে দেখা করল ভারতীয় কূটনীতিক]
[আরও পড়ুন:মোদীর ডাকে সাড়া দিয়ে বরুণের ছবি নতুন রেকর্ডের পথে! কী ঘটছে 'কুলি নং ১' এর সেট-এ ]