For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক সেনা ঘিরে ধরতেই গোপন নথি-কাগজ গিলে ফেলতে যান অভিনন্দন! রুদ্ধশ্বাস মুহূর্তে কী ঘটেছে

ভারতীয় বায়ুসেনা অফিসার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের রক্তাক্ত চেহারার ভিডিও ফুটেজ প্রকাশ করে ইতিমধ্যেই নির্লজ্জ পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।

Google Oneindia Bengali News

ভারতীয় বায়ুসেনা অফিসার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের রক্তাক্ত চেহারার ভিডিও ফুটেজ প্রকাশ করে ইতিমধ্যেই নির্লজ্জ পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। হাত পা, চোখ বাঁধা অবস্থায় অভিনন্দনের ধরার পড়ার ভিডিওতে দেখা যায়, পাক সেনার সামনে এক ফোঁটাও দুর্বল হয়ে পড়েননি ভারতীয় এই যোদ্ধা। বরং সদর্পে পাক অফিসারদের সামনে একাধিক প্রশ্নের উত্তরে বলেছেন,'এগুলো আমার জানানোর কথা নয়।' এই সাহসীঅফিসার যখন পাক মাটিতে ধরা পড়েছিলেন, সেই সময়েও ঘটেছিল একাধিক রুদ্ধশ্বাস ঘটনা।

কিভাবে পৌঁছলেন পাকিস্তানে?

কিভাবে পৌঁছলেন পাকিস্তানে?

জানা গিয়েছে, পাকিস্তানি বিমানকে তাড়া করতে গিয়ে মিগ ২১ নিয়ে পাক সীমানায় চলে যান উইং কমান্ডার। পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস করে এক প্যারাসুটে তিনি অবতরণ করতে গিয়ে পৌঁছে যান পাক সীমানায়। মুহূর্তে তাঁকে ঘিরে ফেলে পাক সেনা। ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা। চলে মারধর। ততক্ষণে রক্তাক্ত অবস্থা উইং কামান্ডারের।

কিভাবে লুকিয়েছেন নথি?

কিভাবে লুকিয়েছেন নথি?

সেনা অফিসারদের যেভাবে নির্দেশ দেওয়া থাকে, সেই নির্দেশই পালন করছিলেন উইং কামান্ডার অভিনন্দন। যখনই তিনি হুঝতে পারেন যে তিনি পাক ভূখণ্ডে প্রবেশ করেছেন, আর চারিদিক থেকে তাঁকে পাকিস্তান সেনা ঘিরে ধরতে আসছে, মুহূর্তে ভারতীয়সেনার গুরুত্বপূর্ণ নথি, কাগজপত্র গিলে ফেলচতে যান অভিনন্দন।

'এটা ভারত নাকি পাকিস্তান'?

'এটা ভারত নাকি পাকিস্তান'?

যে মুহূর্তে পাকিস্তানের মাটিতে অভিনন্দন অবতরণ করেন, প্রথমেই তাঁকে দেখতে পেয়ে এগিয়ে আসেন স্থানীয়রা। ততক্ষণে উইকমান্ডারের হাতে পিস্তল! প্রশ্ন করেন 'এটা ভারত , নাকি পাকিস্তান?' জবাব জানতে পেরেই আগে গুরুত্বপূর্ণ নথি গিলে ফেলতে চেষ্টা করেন উইং কামান্ডার। এমনই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।

[আরও পড়ুন:পাকিস্তানে বন্দি উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে আনতেই হবে! সোচ্চার অমিতাভ থেকে রণবীররা ][আরও পড়ুন:পাকিস্তানে বন্দি উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে আনতেই হবে! সোচ্চার অমিতাভ থেকে রণবীররা ]

'জল চাই'

'জল চাই'

স্থানীয়দের অনেকে তাঁকে বিভ্রান্ত করতে জানিয়েছিলেন, 'এটা ভারত'। সেই সময়েই একটি ছোট বাচ্চা জানিয়ে ফেলে যে এটা পাকিস্তানের কুইলান। তখন তিনি জানান, তাঁর পিঠের হাড় সম্ভবত ভেঙে গিয়েছে, তিনি তৃষ্ণার্ত। বলেন 'একটু জল চাই'।

তাড়া করে স্থানীয় জনতা

তাড়া করে স্থানীয় জনতা

এরপর দুপক্ষের কথোপকথোনের মধ্যে স্থানীয় জনতার দল আনা তো দূরের কথা, মুহূর্তে অভিনন্দনকে তাড়া করতে থাকেন। পিস্তল থেকে গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে যান উইং কমান্ডার।

[আরও পড়ুন:বিমান বাহিনীর আটক পাইলটের পাশে রয়েছে দেশ! দলের সর্ববৃহৎ ভিডিও কনফারেন্স থেকে বার্তা মোদীর][আরও পড়ুন:বিমান বাহিনীর আটক পাইলটের পাশে রয়েছে দেশ! দলের সর্ববৃহৎ ভিডিও কনফারেন্স থেকে বার্তা মোদীর]

জলে ভিজিয়ে দেন নথি !

জলে ভিজিয়ে দেন নথি !

এরপরই তিনি দৌড়তে দৌড়তে একটি পুকুরে গিয়ে পড়েন । সেখানে গিলে ফেলতে শুরু করেন যাবতীয় নথি। জলের মধ্যে মুহূর্তে ভাসিয়ে দেন তাঁর কাছে থাকা ম্যাপ। এদিকে, ততক্ষণে পৌঁছে যায় স্থানীয় জনতা ও সেনা। গুলি করা হয় উইং কমান্ডারের পায়ে। এমনই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম 'দ্য ডন।'

[আরও পড়ুন:ভারত-পাক উত্তেজনার মধ্যেই মুকেশ পুত্রের বিয়ের পার্টিতে আমিরের 'খান্ডালা ডান্স'! ট্রেন্ডিংএ ভিডিও ][আরও পড়ুন:ভারত-পাক উত্তেজনার মধ্যেই মুকেশ পুত্রের বিয়ের পার্টিতে আমিরের 'খান্ডালা ডান্স'! ট্রেন্ডিংএ ভিডিও ]

English summary
Wing Commander Abhinandan tried to swallow documents after realising he was in PoK .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X