For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়াঘায় উৎসব! পঞ্জাবে অভ্যর্থনার আগে বিমানে অভিনন্দনের বাবা-মাকে ঘিরে তুমুল উচ্ছ্বাস

ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে এদিন মুক্তি দিচ্ছে পাকিস্তান। পাক বায়ুসেনা বিমান তাড়া করতে গিয়ে পাক অধীকৃত কাশ্মীরে পৌঁছে যান তিনি।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে এদিন মুক্তি দিচ্ছে পাকিস্তান। পাক বায়ুসেনা বিমান তাড়া করতে গিয়ে পাক অধীকৃত কাশ্মীরে পৌঁছে যান তিনি। তবে জেনেভা চুক্তি ও আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে ভারতকে কম্যান্ডার ফিরিয়ে দিচ্ছে পাকিস্তান।

বিমানে অভিনন্দনের বাবা-মাকে ঘিরে তুমুল উচ্ছ্বাস

তিনি ওয়াঘা সীমান্ত দিয়ে এদিন ফের দেশে ফিরবেন। আর সেই আনন্দে উচ্ছ্বসিত গোটা দেশ। অভিনন্দনকে অভিবাদন জানাতে সকলে তৈরি হয়ে রয়েছেন। তাঁর বাবা সিমহাকুট্টি বর্তমান নিজে বায়ুসেনার পাইলট ছিলেন। ছেলের কীর্তিতে তিনি গর্বিত।

এদিন অভিনন্দনের গোটা পরিবার ওয়াঘা সীমান্তে ছেলেকে নিতে উপস্থিত থাকছে। পঞ্জাবের অমৃতসরে অভিনন্দনের বাবা পৌঁছলে তাঁদের বড়সড় অভ্যর্থনা জানানো হয়েছে। এমনকী বিমানেও সকলে একসঙ্গে কুর্ণিশ জানিয়েছেন বীর সন্তানের পরিবারের লোকজনকে।

সিমহাকুট্টি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তবে বলেছেন, আগে আমি ছেলেকে দেখতে চাই। তারপরই আমি প্রতিক্রিয়া দেব। এদিন দিল্লি হয়ে অমৃতসরে গিয়েছে অভিনন্দনের পরিবার। সেখান থেকে ওয়াঘা সীমান্ত। এখন শুধু অপেক্ষা কখন অভিনন্দন দেশের মাটিতে পা রাখে।

English summary
Wing Commander Abhinandan is coming back, parents given warm welcome at Amritsar airport
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X