For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিবাদনের বন্যায় ভেসে ওয়াঘার এপারে পা রাখলেন অভিনন্দন, কুর্নিশ বীর সেনাকে

পাকিস্তানের মাটিতে তিনদিন ‘বন্দি’ ভারতের উইং কম্যান্ডার শেষমেশ পা রাখলেন দেশে। যুদ্ধবন্দি প্রত্যার্পণের সমস্ত আইন-কানুন মেনে তিনি ফিরে এলেন ভারতে।

Google Oneindia Bengali News

পাকিস্তানের মাটিতে তিনদিন 'বন্দি' ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান শেষমেশ পা রাখলেন দেশে। যুদ্ধবন্দি প্রত্যার্পণের সমস্ত আইন-কানুন মেনে তিনি ফিরে এলেন ভারতে। নিঃশর্তে ভারতের হাতে তুলে দেওয়ার বার্তা দেওয়া হলেও কাগজপত্র প্রস্তুত করে ওয়াঘা সীমান্ত দিয়ে দেশের মাটিতে পা রাখতে তাঁর সময় লেগে গেল অতিরিক্ত চার ঘণ্টা।

অভিনন্দনের বন্যায় ভেসে ওয়াঘার এপারে পা রাখলেন অভিনন্দন, কুর্নিশ বীর সেনাকে

বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ কাগজপত্র প্রস্তুত করে অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেওয়া হবে পাঁচ মিনিটের মধ্যে, পাকিস্তানের তরফে এই বার্তা দেওয়া হলেও তাঁকে দেশে ফেরাতে চলে যায় দীর্ঘ সময়। কেন তাঁকে দেশের মাটিতে আনতে লেগে গেল অতিরিক্ত সময়, তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে ইতিমধ্যে। পাকিস্তানের ভূমিকা নিয়ে এক্ষেত্রে জল্পনা শুরু হয়।

উল্লেখ্য, প্রায় তিনদিনের টানটান ঠান্ডা লড়াই শেষে ভারতের বীর 'যোদ্ধা'কে ঘরে ফিরিয়ে আনতে সমর্থ হয় ভারত। উইং কামান্ডার অভিনন্দন পাকিস্তানের ইসলামাবাদ থেকে লাহোর হয়ে ওয়াঘা সীমান্তে পা রাখেন দুপুরেই। তারপর সমস্ত নিয়িম মেনে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়।

তখন ওয়াঘার এপারে মানুষের ভিড়। ভিড় জমেছে তাঁকে স্বাগত জানানোর জন্য। সীমান্তে উপস্থিত অজস্র মানুষ প্রহর গুনেছেন কখন আসবে মাহেন্দ্রক্ষণ। ভারতের বীর সেনানি ফিরবেন ঘরে। সম্মান প্রদর্শন করবেন তাঁরা। অবশেষে রাত ৯.১৫ মিনিটে ভারতের হাতে প্রত্যার্পণ করা হল। ঘরে ফিরলেন অভিনন্দন। বন্দেমাতরম স্লোগান আর জয়ধ্বনিতে ফেটে পড়ল ওয়াঘা সীমান্ত।

[আরও পড়ুন: পাকিস্তানের চালিয়াতি! ওয়াঘাতেই ৫ ঘণ্টারও বেশি আটকে অভিনন্দন বর্তমান ][আরও পড়ুন: পাকিস্তানের চালিয়াতি! ওয়াঘাতেই ৫ ঘণ্টারও বেশি আটকে অভিনন্দন বর্তমান ]

পাকিস্তানে ভারপ্রাপ্ত ভারতীয় রাষ্ট্রদূত গৌরব আলুওয়ালিয়া পাকিস্তানের বিদেশমন্ত্রকের যাবতীয় আনুষ্ঠানিক নিয়ম সম্পন্ন করে তাঁর দেশে ফেরার রাস্তা তৈরি করে দেন। ভারত চেয়েছিল আকাশপথে অভিনন্দনকে ফিরিয়ে আনতে। তাতে পাকিস্তান বাধ সাধলে শেষমেশ সড়কপথে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পৌঁছন দেশের বীর যোদ্ধা।

[আরও পড়ুন: স্বাগতম-সুস্বাগতম বীর সেনা! অভিনন্দন বর্তমানকে 'অভিনন্দন'-বার্তা পাঠালেন মমতা][আরও পড়ুন: স্বাগতম-সুস্বাগতম বীর সেনা! অভিনন্দন বর্তমানকে 'অভিনন্দন'-বার্তা পাঠালেন মমতা]

উল্লেখ্য, বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমান একজন যোগ্য বীর, যিনি পাকিস্তানি অফিসারদের প্রশ্নবাণের চাপের মুখেও উচ্চশিরে জবাব দিয়েছেন। পাক কব্জায় প্রবল চাপের মুখেও গোপন তথ্য নিয়ে মুখ খোলেননি। এমন বীর যোদ্ধাকে বীরের সম্মান দিয়ে বরণ করে নেয় ওয়াঘা। সকাল থেকে প্রতীক্ষারতন মানুষের উন্মাদনা ও উত্তেজনার শেষ ছিল না রাত নেমে এলেও।

[আরও পড়ুন: পাকিস্তানের পর এবার টার্গেট চিন সীমান্ত, বর্ধমানের পানাগড়ে আরও বাড়ছে সেনার বহর ][আরও পড়ুন: পাকিস্তানের পর এবার টার্গেট চিন সীমান্ত, বর্ধমানের পানাগড়ে আরও বাড়ছে সেনার বহর ]

English summary
Wing Commander Abhinandan Bartaman finally returns home from Pakistan. Abhinandan Bartaman gets status of national hero after come back,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X