For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে হঠাৎই বাড়ল হাওয়ার বেগ! আতঙ্কিত না হতে পরামর্শ আবহাওয়া দফতরের

সাইক্লোন গাজা বয়ে গিয়েছে তামিলনাড়ু, পণ্ডীচেরীর ওপর দিয়ে। তবে তার চিহ্ন রেখে গিয়েছে বেঙ্গালুরুতেও।

  • |
Google Oneindia Bengali News

সাইক্লোন গাজা বয়ে গিয়েছে তামিলনাড়ু, পণ্ডীচেরীর ওপর দিয়ে। তবে তার চিহ্ন রেখে গিয়েছে বেঙ্গালুরুতেও। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে সেখানকার বাতাসের বেগ হঠাৎই বেড়ে যায়। আবহাওয়া দফতর সূত্রে খবর প্রায় ৪ গুণ বেড়ে গিয়েছিল বাতাসের বেগ। সাধারণের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়ায়। বিশেষ করে যারা শহরে ফ্লাইওভারগুলি দিয়ে গাড়ি চালিয়ে গিয়েছেন, তারা বিষয়টি বেশি করে অনুভব করেন।

 হঠাৎ বাড়ল হাওয়ার বেগ

হঠাৎ বাড়ল হাওয়ার বেগ

বেঙ্গালুরুতে স্বাভাবিকভাবে বাতাসের বেগ থাকে ঘন্টা ৪ থেকে ৬ কিমি। কিন্তু বৃহস্পতিবার সকাল ৯.২৫ থেকে শুক্রবার প্রায় একই সময় পর্যন্ত এই বেগ হঠাৎই বেড়ে যায়।

হাওয়ার বেগ ঘন্টায় ৩২ কিমি

হাওয়ার বেগ ঘন্টায় ৩২ কিমি

আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সময়ের মধ্যে বাতাসের গড় বেগ ছিল ঘন্টায় প্রায় ১৬ কিমি। এই সময়ে সব থেকে বেশি বেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় প্রায় ৩২ কিমি। যা স্বাভাবিকের থেকে প্রায় আট গুণ বেশি।

বেঙ্গালুরুর আবহাওয়া অফিস সূত্রে খবর, এই সময়ের মধ্যে বাতাসের বেগ ছিল ঘন্টায় ১৬ থেকে ২০ কিমির মধ্যে। অধিকর্তা সিএস পাতিল জানিয়েছেন, ঘূর্ণিঝড় গাজার কারণেই বাতাসের বেগ বৃদ্ধি পেয়েছিল।

ফ্ল্যাইওভারে যাওয়া ব্যক্তিরা টের পেয়েছেন

সাধারণ মানুষ, যাঁরা বাড়ির মধ্যে ছিলেন তাঁরা বিষয়টি সেরকমভাবে বুঝতে পারেননি। তবে যাঁরা শহরে ফ্ল্যাইওভার ব্যবহার করেছেন তারা বাতাসের অনুভূতি টের পেয়েছেন। উল্লেখযোগ্য উদাহরণ মাইসুরু রোড। সিরসি সাইকেলের দিকে যাঁরা গিয়েছেন, তাঁরা বিপরীত মুখী হাওয়া টের পেয়েছেন। ফলে গাড়ির গতি কমিয়ে দিতে বাধ্য হন সওয়ারিরা। অনেকের অভিযোগ, হাওয়ার ধাক্কায় গাড়ি একদিক থেকে অপর দিকে সরেও যায়।

আতঙ্কিত না হতে অনুরোধ

আতঙ্কিত না হতে অনুরোধ

আবহাওয়া দফতরের তরফ থেকে সাধারণকে আতঙ্কিত না হতে অনুরোধ করা হয়েছে। তাদের মধ্যে ঘন্টায় ৫০ কিমি বেগে হাওয়া সেরকম কোনও ভয়ের কিছু নয়। তবে যখন তা ঘন্টায় ৬২ কিমি হবে, তখন তাকে ঘূর্ণিঝড় বলা হয়।

English summary
Wind speed increases fourfold in Bengaluru due to Cyclone Gaja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X