For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সচিন দলে ফের ফিরতে চাইলে ..', রাজস্থানে কংগ্রেস-সংকটের মধ্যে বড় চমক দিলেন গেহলট

' সচিন দলে ফের ফিরতে চাইলে ..', রাজস্থানে কংগ্রেস-সংকটের মধ্যে বড় চমক দিলেন গেহলট

Google Oneindia Bengali News

রাজস্থান কংগ্রেস এই মুহূর্তে দুটি দিকে বিভক্ত। একটি ক্যাম্পে অশোক গেহলট তো অন্য শিবিরে সচিন পাইলট। এমন অবস্থায় রাজস্থান সরকারের ভবিষ্যৎ ঘিরে যখন মামলা আদালতে, তখন বিস্ফোরক মন্তব্য উঠে এল মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কাছ থেকে।

অশোক চমকে দিলেন

অশোক চমকে দিলেন

অশোক গেহলটকে এতদিন সচিন পাইলটের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে। বারবার পাইলট ক্যাম্পের বিরুদ্ধে অশোক মুখ খুলেই জানিয়ে দিয়েছিলেন যে, তিনি গত এক বছর ধরে সচিন পাইলটের সঙ্গে কথাই বলছিলেন না। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অশোক গেহলট জানিয়েছেন যে , সচিন যদি ঘরে ফিরতে চান তাহলে তিনি তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত।

সচিনকে ঘিরে ক্ষোভ

সচিনকে ঘিরে ক্ষোভ

সচিন পাইলটকে ঘিরে ক্রমেই ক্ষোভ দানা বাঁধছে অশোক শিবিরে , এমন পরিস্থিতিতে অশোক গেহলটের বক্তব্য, সচিন পাইলটই দলে সমস্যা তৈরি করেছে। সচিন শিবিরের প্রবল লোভ,জেদের জন্যই কংগ্রেসের মধ্যে ভাঙন ধরেছে। অশকো গেহলটের দাবি, কম বয়সে সচিন অবেক বেশি রাজনৈতিক লক্ষ্যমাত্রা স্থির করে ফেলেছেন। আর তার জন্যই এমন পরিণতি।

 আস্থা ভোটের জন্য প্রস্তুত

আস্থা ভোটের জন্য প্রস্তুত

সচিন শিবিরকে টক্কর দিতে, যে অশোক গেহলট শিবির আস্থা ভোটের জন্য প্রস্তুত বলে জানিয়েছে। উল্লেখ্য, বহুদিন ধরেই কংগ্রেস আস্থা ভোটের দিকে যেতে চাইছে, যাতে রাজস্থানে ঘর বাঁচানো সম্ভব হয়।

সচিন যদি ঘরে ফিরতে চান..

সচিন যদি ঘরে ফিরতে চান..

গেহলট সাফ ভাষায় সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, সচিন পাইলট যদি কংগ্রেসের ঘরে ফিরতে চান ,তাহলে তিনি ফিরতে পারেন। সেক্ষেত্রে সচিনকে তিনি স্বাগত জানাবেন। তবে সচিনকে কংগ্রেসের উপর পুরনো আস্থা নিয়ে ফিরতে হবে বলে মত অশোকের।

 রাজস্থান ও আইনি লড়াই

রাজস্থান ও আইনি লড়াই

এদিকে, আস্থাভোটের স্বপ্ন দেখা গেহলট শিবির এদিন নিজের ঘর গোছাতে ব্যস্ত। হাইকোর্টের নির্দেশ শুক্রবার সচিনদের পক্ষে যেতেই এদিন তড়িঘড়ি কংগ্রেস বিশেষ বৈঠকে বসে। বাতিল হয় বিধানসভার অধিবেশন।

রাজস্থানে সচিনকে স্বস্তি দিয়ে বড়সড় নির্দেশ হাইকোর্টের! এবার ময়দানে নামছে কে রাজস্থানে সচিনকে স্বস্তি দিয়ে বড়সড় নির্দেশ হাইকোর্টের! এবার ময়দানে নামছে কে

English summary
Will welcome Sachin if he again reposes faith in Congress, says Ashok Gehlot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X