For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১,৩০০ কোটির টাকার কেলেঙ্কারির ধাক্কা, এবার বিরাটকেও কি হারাতে চলেছে পিএনবি

পিএনবি ঘটনায় না চাইতেও নাম জড়িয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকায় একদিকে যখন ভারতের সিরিজ জয়ের খবরে ক্রিকেটপ্রেমীদের মনে খুশির হাওয়া, তখনই পিএনবি জালিয়াতি নিয়ে সারা দেশ উত্তাল। ১১ হাজার ৩০০ কোটি টাকার জালিয়াতিতে উঠে আসছে একেরপর এক তথ্য। সেই ঘটনায় না চাইতেও নাম জড়িয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির।

পিএনবি কাণ্ডে অস্বস্তিতে বিরাট কোহলি

ঘটনা হল, ২০১৬ সাল থেকে কোহলি পিএনবি-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ব্যাঙ্কটির হয়ে অনেক প্রচার সেরেছেন তিনি। নীরব মোদী কাণ্ডে পিএনবি-র দুর্দশা সামনে আসায় নাম উঠে এসেছে কোহলিরও।

মনে করা হচ্ছে, বাজে ঋণের পরিমাণ বাড়ছিল তা ব্যাঙ্ক কর্তারা আগে থেকে বুঝতে পেরেছিলেন। সেজন্যই ভাবমূর্তি উদ্ধারে বিরাটকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে আনা হয়। তবে ব্র্যান্ডের প্রচারের একবছর যেতে না যেতেই পিএনবি কেলেঙ্কারি এখন শিরোনামে।

এই ঘটনার পর কোহলি আদৌও সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকবেন কি না তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে দেশে ফিরে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। কোনও ব্র্যান্ড ধাক্কা খেলে বা ভাবমূর্তি নষ্ট হলেই সেলিব্রিটি সাত-তাড়াতাড়ি সেখান থেকে সরে আসেন, চুক্তি বাতিল করেন। এক্ষেত্রে 'কিং' কোহলি-ও সেই রাস্তায় হাঁটতে পারেন বলে মনে করা হচ্ছে।

English summary
Will Virat Kohli, Punjab National Bank's brand ambassador, end his contract after Nirav Modi scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X