For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তানের জল আটকে দেব, তা আনব হরিয়ানায়', নির্বাচনী প্রচারে পারদ চড়ালেন নরেন্দ্র মোদী

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বারবার উঠে এসেছিল পাকিস্তান প্রসঙ্গ। যা কার্যত গেরুয়া শিবিরকে বাড়তি মাইলেজ দিয়েছিল। এরপর মোদী সরকার ক্ষমতায় আসতেই ৩৭০ ধারা তুলে নেওয়া হয় কাশ্মীর থেকে, যার পর পাকিস্তা

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বারবার উঠে এসেছিল পাকিস্তান প্রসঙ্গ। যা কার্যত গেরুয়া শিবিরকে বাড়তি মাইলেজ দিয়েছিল। এরপর নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসতেই ৩৭০ ধারা তুলে নেওয়া হয় কাশ্মীর থেকে, যার পর পাকিস্তান ফের ফুঁসে ওঠে। এই প্রসঙ্গ নিয়ে এবার সরগরম হরিয়ানা নির্বাচন। নির্বাচনী প্রচারে গিয়ে ফের একবার পাকিস্তান প্রসঙ্গ তুলে হরিয়ানার চরখি দাদরির মঞ্চে পারদ চড়ালেন মোদী।

বেটি বাঁচাও, বেটি পড়াও!

বেটি বাঁচাও, বেটি পড়াও!

এদিন হরিয়ানায় বিজেপির প্রচারের মঞ্চ থেকে নরেন্দ্র মোদী জানান, হরিয়ানার গ্রামগুলি যদি এগিয়ে না আসত তাহলে 'বেটি বাঁচও বেটি পড়াও' এর সাফল্যই আসত না। মোদী বলেন, এখন হরিয়ানায় বেশিরভাগ মানুষই বলেন, 'মাহরি ছোঁড়িয়া ছোঁড়ো সে কম হ্যায় কা '।

পাকিস্তানে জল বন্ধ করে হরিয়ানায়..

পাকিস্তানে জল বন্ধ করে হরিয়ানায়..

এদিনের মঞ্চ থেকে নরেন্দ্র মোদী বলেন, গত ৭০ বছর ধরে যে জল হরিয়ানার চাষিদের পাওয়ার কথা ছিল, তা এখন পাচ্ছেন পাকিস্তান। এরপরই প্রধানমন্ত্রীর হুঙ্কার ,'মোদী বন্ধ করে দেবে (পাকিস্তানে যাওয়া) জল, আর তা (জল) নিয়ে আসা হবে আপনাদের বাড়িতে।'

হরিয়ানা নির্বাচন ও বিজেপি

হরিয়ানা নির্বাচন ও বিজেপি

হরিয়ানাতে বিজেপির ইস্তেহার কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে। আর 'মাহারো সপনো কা হরিয়ানা' নামক ইস্তেহারে বিজেপি বারবার জোর দিয়েছে সেরাজ্যের কৃষি উৎপাদনের দিকে। সেই প্রেক্ষাপটে এই মোদীর বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

<strong>হল না জামিন, নারদ কাণ্ডে ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মির্জার</strong>হল না জামিন, নারদ কাণ্ডে ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মির্জার

English summary
Will stop Water to Pakistan and bring it to Haryana, Modi says In Haryana's Charkhi Dadri .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X