For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়োজন পড়লে ভেবে দেখব: এনডিএ কে সমর্থন প্রসঙ্গে জয়ললিতা

Google Oneindia Bengali News

প্রয়োজন পড়লে ভেবে দেখব: এনডিএ কে সমর্থন প্রসঙ্গে জয়ললিতা
নয়াদিল্লি, ৪ জুন : নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন জয়ললিতা। তবে সমস্ত জল্পনা উড়িয়ে জয়ললিতা জানিয়ে দিলেন এআইএডিএমকে ও বিজেপি নেতৃত্বাধীন জোট নিয়ে কোনও আলোচনা হয়নি বৈঠকে। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় জয়ললিতার সমর্থনের প্রয়োজন নেই বিজেপির। কিন্তু রাজ্যসভায় বিজেপি সংখ্যালঘু, সেখানে কী এআইএডিএমকে কী বিজেপিকে সমর্থন দেবে। এই প্রশ্নে জয়ার উত্তর, প্রয়োজন পড়লে ভেবে দেখব।

সূত্রের খবর অনুযায়ী, রাজ্য়ের ২৫টি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ৬৫ পাতার একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন জয়ললিতা। এবং সেই বিষয়ে কেন্দ্রীয় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৈঠক শেষে জয়ললিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী আমার সব কথা মন দিয়ে শুনেছেন, তামিলনাড়ুর যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলি আমি তুলে ধরেছিলাম সেগুলি নিয়ে তিনি আলোচনা করেছেন, প্রতিক্রিয়া দিয়েছেন। এই বৈঠক ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে বলেই জানান জয়া।

নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথমবার তাঁর সঙ্গে দেখা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রাজাপক্ষকে আমন্ত্রণ জানানোয় মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছিলেন জয়া। তারপর এদিনের বৈঠক বরফ গলানো বৈঠক ছিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

যদিও মোদী-জয়ার এই বৈঠক ঘিরে জল্পনা ছিল তুঙ্গে। অনেকের অনুমান ছিল আবার বিজেপির সঙ্গে গাটছড়া বাঁধতে চাইছেন জয়া। আর সে আলোচনার জন্যই তড়িঘড়ি মোদীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন তিনি।

সংসদের উচ্চ কক্ষের ২৪৫টি আসনের মধ্যে বিজেপির আসন রয়েছে ৪২টি। জল্পনা শুরু হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার নেতৃত্বাধীন এআইএডিএমকে-র সঙ্গে জোট অঙ্ক গড়ে রাজ্যসভায় নিজেদের জায়গা আরও পোক্ত করতে চাইছে বিজেপি। বর্তমানে এআইএডিএমকে-র ১০ জন সদস্য রয়েছেন রাজ্যসভায়।

যদিও এবিষয় নিয়ে এদিন কোনও আলোচনাই হয়নি বলে সূত্রের তরফে জানানো হয়েছে। তবে প্রায় ৫০ মিনিট ধরে চলে বৈঠক। এদিকে সোমবার ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও মোদী দেখা করেন বলে খবর। নবীন পট্টনায়কের দলের ৪ সাংসদ রয়েছেন রাজ্যসভায়।

English summary
'Will See if the Need Arises': Jayalalithaa on Supporting NDA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X