For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের ৭২ হাজারের 'ন্যায়' স্কিম চালু হলে ডিভোর্সের খোরপোশ দেব! আদালতে দাবি অভিনেতার

ভোটকে পাখির চোখ করে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী স্পষ্ট বার্তায় জানিয়েছেন, তাঁর সরকার মসনদে আসলে দেশের গরিব পরিবারগুলি বছরে ৭২ হাজার টাকা করে পাবে। এই স্কিমকে তিনি 'ন্যায়' বলে আখ্যা দিয়েছেন।

Google Oneindia Bengali News

ভোটকে পাখির চোখ করে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী স্পষ্ট বার্তায় জানিয়েছেন, তাঁর সরকার মসনদে আসলে দেশের গরিব পরিবারগুলি বছরে ৭২ হাজার টাকা করে পাবে। এই স্কিমকে তিনি 'ন্যায়' বলে আখ্যা দিয়েছেন। এবার সেই ন্যায় স্কিমের কথা তুলেই তিনি নিজের ডিভোর্সের খোরপোশের টাকা খানিকটা আটকে রাখতে চাইছেন মধ্যপ্রদেশের এক টেলিভিশন অভিনেতা!

রাহুলের ৭২ হাজারের ন্যায় চালু হলে ডিভোর্সের খোরপোশ দেব! আদালতে চমক অভিনেতার

১২ মার্চ অভিনেতা আনন্দ শর্মাকে আদালত জানায় তাঁর ডিভোর্সের প্রেক্ষাপটে স্ত্রী ও তাঁর সন্তানদের জীবনধারণের জন্য প্রতি মাসে ৪,৫০০ টাকা করে খোরপোশ দিতে হবে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই আদালতে চলছিল এই মামলা। এরপরই আদালতের তরফে আসে এই খোরপোশের নির্দেশ।

[আরও পড়ুন: আমেথি ছাড়াও কেরল থেকেও প্রতিদ্বন্দ্বিতা রাহুলের! কংগ্রেস সভাপতির লড়াই বাম প্রার্থীর বিরুদ্ধে][আরও পড়ুন: আমেথি ছাড়াও কেরল থেকেও প্রতিদ্বন্দ্বিতা রাহুলের! কংগ্রেস সভাপতির লড়াই বাম প্রার্থীর বিরুদ্ধে]

এরপরই ওই অভিনেতা আদালতে একটি পিটিশন দায়ের করেন। সেখানে তিনি জানান, প্রতিমাসে তাঁর আয়ই হয় মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা। সেই টাকা থেকে কিভাবে তিনি খরপোশের টাকা যোগাবেন, এই প্রশ্ন তুলে তিনি জানান, এবার ভোটে রাহুল গান্ধী জিতলে কংগ্রেসের 'ন্যায়' স্কিমের আওতায় তিনি আসতে চান। সেখান থেকে বছরে ৭২ হাজার টাকা পেলে একমাত্র তাতেই খরপোশ যোগাতে পারবেন অভিনেতা।

[আরও পড়ুন: ওয়াইনাদে প্রার্থী রাহুল! কংগ্রেসের কাছে জবাব চাইল সিপিআই ][আরও পড়ুন: ওয়াইনাদে প্রার্থী রাহুল! কংগ্রেসের কাছে জবাব চাইল সিপিআই ]

[আরও পড়ুন: নামদার নয়, কামদার প্রার্থী চাই আমেথিতে! ওয়াইনাদে লড়াই নিয়ে রাহুলকে কটাক্ষ বিজেপির][আরও পড়ুন: নামদার নয়, কামদার প্রার্থী চাই আমেথিতে! ওয়াইনাদে লড়াই নিয়ে রাহুলকে কটাক্ষ বিজেপির]

English summary
Will pay maintenance with Cong’s NYAY dole, actor to MP court.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X