For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর নতুন ভারতে কি প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের ভিশন ২০২০-র লক্ষ্য পূরণ হবে ?

মোদীর নতুন ভারতে কি প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের ভিশন ২০২০-র লক্ষ্য পূরণ হবে ?

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভারতে কি প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের 'ভিশন ২০২০-র' লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে ? মোদী সরকার বলেছে যে কালামের 'ভিশন ২০২০' বর্তমান সময়ে দাঁড়িয়ে সত্যিই সম্ভব।

মোদীর নতুন ভারতে কি প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের ভিশন ২০২০-র লক্ষ্য পূরণ হবে ?


এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সম্প্রতি বলেছিলেন যে 'ভিশন ২০২০' কেবল একটি সংখ্যার রদবদল নয়, বরং প্রধানমন্ত্রী মোদীর কল্পিত 'নিউ ইন্ডিয়ার' অন্যতম প্রধান একটি দৃষ্টিভঙ্গি হলো এটি।

তাঁর বক্তৃতায় জিতেন্দ্র সিংহ বলেছিলেন যে আব্দুল কালামের কাছে পড়াশোনা করার সৌভাগ্যের কারণে তিনি প্রচুর অনুপ্রেরণা ও অভিজ্ঞতা অর্জন করেছিলেন। পাশাপাশি তিনি এও বলেন কালামের প্রকাশ্য এবং ব্যক্তিগত সত্ত্বা সম্পূর্ণ একই। প্রাক্তন রাষ্ট্রপতির উদারতার পাশাপাশি তাঁর বৈজ্ঞানিক মেজাজের এদিন বাহবা দিতে দেখা যায় জিতেন্দ্র সিংকে।

ভারতের ভিশন ২০২০ আদতে নিভেথা এসকে তৈরি করেছিলেন। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের জন্য প্রাথমিক ভাবে এটি তৈরি করা হয়েছিল। সেই সময় ৫০০ জনের বিজ্ঞানীদের দল টিএফএ কাউন্সিলের দারা এই ভিশন বাস্তবায়নের রূপরেখা তৈরি করে। সেই কাউন্সিলের প্রধান ছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। পরবর্তীকালে ওয়াইএস রাজনের সঙ্গে যৌথ উদ্যোগে 'ইন্ডিয়া ২০২০ : এ ভিশন ফর দ্যা নিউ মিলেনিয়াম' বইটি লিখেছিলেন কালাম। তাতে বিস্তারে ভারতের আগামীর রূপরেখা সম্পর্কে লেখেন কালাম।

এই প্রসঙ্গে কালাম লেখেন, “ ২০২০ সাল বা তারও আগে আগে একটা উন্নত ভারতের কল্পনা কোনও অলীক স্বপ্ন নয়। এটি বর্তমানে অসংখ্য ভারতীয়ের স্বপ্নও বটে। এটি এমন একটি মিশন যা আমরা সবাই গ্রহণ করতে এবং সাফল্য মণ্ডিত করে তুলতে পারি। “দেশের তরুণদের মনকে জাগ্রত করতে কালাম বলেন, 'স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন গুলিকে চিন্তার রূপ দাও, আর চিন্তার ফলশ্রুতিতে কাজ করো।”

English summary
Will former President Abdul Kalam's Vision 2020 be met by new india of modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X