For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালু-রাবড়িদের প্রতি গোঁসা! ঘরে ফেরা নিয়ে চরম শর্ত ছুঁড়ে দিলেন 'নিখোঁজ' তেজপ্রতাপ

সামনেই ছট পুজো, বিহার জুড়ে কার্যত সাজো সাজো রব। প্রতিবার ধুমধাম সহকারে ছট পুজো পালিত হয় লালুপ্রসাদের পরিবারে ।

  • |
Google Oneindia Bengali News

সামনেই ছট পুজো, বিহার জুড়ে কার্যত সাজো সাজো রব। প্রতিবার ধুমধাম সহকারে ছট পুজো পালিত হয় লালুপ্রসাদের পরিবারে । কিন্তু এবারে পরিবার পালন করবে ছট পুজো । কারণ, বাড়ির বড় ছেলে তেজপ্রতাপ বহুদিন ধরে ঘর ছাড়া। তেজপ্রতাপের সঙ্গে তাঁর স্ত্রী ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদ নিয়ে চরম বিপাকে লালুর পরিবার। আর এবার ঘরে ফেরার জন্য লালু সহ গোটা পরিবারের সামনে শর্ত পেশ করলেন লালু প্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব।

কোথায় তেজপ্রতাপ?

কোথায় তেজপ্রতাপ?

কয়েকদিন ধরে নিখোঁজ তেজপ্রতাপ। জানা গিয়েছে, বৃন্দাবনে গোবর্ধন পুজোয় ব্যস্ত তিনি। স্ত্রী ঐশ্বর্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদনের পর থেকে তিনি নিখোঁজ বলে খবর ছিল। পরে জানা যায় তিনি বৃন্দাবনে রয়েছেন।

হ্যাপি বার্থডে দাদা!

হ্যাপি বার্থডে দাদা!

এদিন ৯ নভেম্বর ছিল লালু প্রসাদের ছোট ছেলে তেজস্বীর জন্মদিন। ভাইয়ের জন্মদিন উপলক্ষ্যে তেজস্বীকে ফোন কে শুভেচ্ছা জানান তেজ। পাশাপাশি, পরিবারের কাছে এক গুচ্ছ শর্ত রেখে দেন তিনি।

লালু-রাবড়ির প্রতি রাগ!

লালু-রাবড়ির প্রতি রাগ!

তেজপ্রতাপের দাবি, তিনি বাবা লালুপ্রসাদ ও মা রাবড়ি দেবীকে ঈশ্বর মনে করেন। তেজের দাবি বাবা মা তাঁদের সমস্ত বিষয়ে সমর্থন জানালেও শুধু বিবাহ বিচ্ছেদের বিষয়ে পাশে দাঁড়াচ্ছেন না। আর লালু ও রাবড়ি যদি তেজের পাশে দাঁড়ান ,তাহলেই তেজ বাড়ি ফিরবে।

বিবাহ বিচ্ছেদে অনড়!

বিবাহ বিচ্ছেদে অনড়!

বহুবার তেজপ্রতাপকে বুঝিয়েও ক্ষান্ত করতে পারেননি লালু , রাবড়িরা। স্ত্রী ঐশ্বর্যকে ডিভোর্স দেওয়ার বিষয়ে অনড় রয়েছেন তিনি। আর তেজপ্রতাপ জানিয়েছেন, তাঁর পরিবারকেও তাঁর এই সিদ্ধান্তে পাশে থাকতে হবে, তাহলেই পাটনায় ফিরবেন বিক্ষুদ্ধ তেজ।

English summary
The RJD leader and Bihar’s former health minister allegedly went missing from his hotel room in Bodh Gaya, days after going public about his intention to divorce wife of six months.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X