For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেজস্বীর তেজে জল ঢালতে বিজেপির বর্ষণ, লালুপুত্রকে পরীক্ষার জুজু দেখাল পদ্ম শিবির

Google Oneindia Bengali News

ক্ষমতায় এলে প্রাক্তন দুই মুখ্য়মন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর দুই ছেলেকে ক্লাস টেনের পরীক্ষায় পাশ করতে সাহায্য় করবে বিজেপি৷ এভাবেই আরজেডির মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব এবং তাঁর দাদা তেজপ্রতাপ যাদবকে কটাক্ষ করলেন বিহারের বিজেপি রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল৷

নীতীশের ১৫ বছরের শাসনকাল নিয়ে তেজস্বীর অভিযোগ

নীতীশের ১৫ বছরের শাসনকাল নিয়ে তেজস্বীর অভিযোগ

উল্লেখ্য, এনডিএর মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমারের ১৫ বছরের শাসনকালে বিহারের শিক্ষা, স্বাস্থ্য় ও শিল্পক্ষেত্রে কোনও উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব৷ তাঁর এহেন অভিযোগের জবাবেই আজ এই ভাষায় তেজস্বী যাদবকে আক্রমণ করলেন বিজেপি নেতা সঞ্জয় জয়সওয়াল৷

বিহারের অধিকাংশ যুবক বাইরের রাজ্যে রাজ্যে যায়

বিহারের অধিকাংশ যুবক বাইরের রাজ্যে রাজ্যে যায়

নির্বাচনী জনসভায় তেজস্বী যাদব বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করে বলেছিলেন, নীতীশ কুমার কখনই স্বাস্থ্য, শিক্ষা, উপার্জন ও সেচ ব্যবস্থার উন্নতিতে নজর দেননি৷ তিনি কোনও অভিযোগই শুনতে চাননি৷ যার ফলে বিহারের অধিকাংশ যুবক বাইরের রাজ্যে কাজের জন্য যাচ্ছে৷

তেজস্বী যে আশ্বাস দেন

তেজস্বী যে আশ্বাস দেন

পাশাপাশি তেজস্বী আশ্বাস দেন, আরজেডি-কংগ্রেস জোট সরকারের ক্ষমতায় এলে তারা শিক্ষা, স্বাস্থ্য় এবং সেচ ব্য়বস্থায় জোর দেবে৷ তাঁর এই বক্তব্যের জবাবে আজ কটাক্ষের সুরে বিহারের বিজেপি সভাপতি বলেন, রাজ্যের প্রাক্তন দুই মুখ্য়মন্ত্রীর (লালু প্রসাদ ও রাবড়ি দেবী) ছেলেকে ক্লাস টেনের পরীক্ষায় পাশ করতে সাহায্য করবে তাঁদের সরকার৷

বিজেপির পাল্টা তোপ

বিজেপির পাল্টা তোপ

তিনি বলেন, শেষ ১৫ বছরে বিহারের শিক্ষা ব্য়বস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে৷ তাঁর কথায়, পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার সাইকেল, বই ও স্কুল ইউনিফর্ম বিতরণ করেছেন৷ কিন্তু, বিহারের প্রাক্তন দুই মুখ্য়মন্ত্রী তাঁদের দুই ছেলের কাউকেই ক্লাস টেনের পরীক্ষায় পাশ করার জন্য় উদ্বুদ্ধ করতে পারেননি৷ তবে, এনডিএ ক্ষমতায় এলে তাঁরা নিশ্চিত করবেন যাতে তাঁদের দুই ছেলেই ক্লাস টেনের পরীক্ষায় পাশ করতে পারেন৷

<strong>পুলওয়ামা ইস্যুতে কাঠগড়ায় রাহুল, বিহার নির্বাচনে বিজেপির হাতে নয়া হাতিয়ার তুলে দিল পাকিস্তান</strong>পুলওয়ামা ইস্যুতে কাঠগড়ায় রাহুল, বিহার নির্বাচনে বিজেপির হাতে নয়া হাতিয়ার তুলে দিল পাকিস্তান

English summary
Will Help Ex-CMs' Sons Pass Class 10, Bihar BJP Chief's jibe at RJD CM candidate Tejashwi Yadav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X