For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আরও ১০ গুণ বেশি লড়ার' বার্তা রাহুলের! এদিকে ইস্তফার ধারা অব্যাহত কংগ্রেসে

কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে দেশের রাজনীতিতে ফের খবরে রাহুল গান্ধী। এদিকে, ইস্তপার পর দিনই তিনি হাজির হন মুম্বইয়ে। সেখানে আরএসএসএর তরফে এক মানহানি মামলায় হাজিরা দেন রাহুল।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে দেশের রাজনীতিতে ফের খবরে রাহুল গান্ধী। এদিকে, ইস্তপার পর দিনই তিনি হাজির হন মুম্বইয়ে। সেখানে আরএসএসএর তরফে এক মানহানি মামলায় হাজিরা দেন রাহুল। আর আদালত থেকে বেরিয়েই রাগুল গান্ধী জানান, এবার ১০ গুণ বেশি লড়াইয়ের মানসিকতা নিয়ে তিনি মাঠে নামছেন।

রাহুল গান্ধীর বার্তা

রাহুল গান্ধীর বার্তা

কংগ্রেসেরে সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে পরের দিন সকালেই মুম্বইয়ে এক আদালতে হাজিরা দিতে যান রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে আরেসএস কে ঘিরে এক মন্তব্যের জেরে মানহানির মামলা করে গেরুয়া শিবির। সেই মামলায় আদালতে হাজিরার পর ১৫০০০ টাকার বন্ডে মুক্তি পান রাহুল। আর এরপরই তিনি আদালত থেকে বেরিয়ে বলেন,'আক্রমণ হচ্ছে মজা লাগছে!'

১০ গুণ বেশি লড়াই

ইস্তফার পর থেকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এই প্রথম প্রতিক্রিয়া দিলেন । আর ইস্তফার পর নিজের প্রথম প্রতিক্রিয়াতেই রাহুল জানান, এবার আরও ১০ গুণ বেশি লড়ার অঙ্গিকার নিয়েছেন তিনি। রাহুল বলেন, 'গত ৫ বছরে যে লড়াই করিনি, এূার তার চেয়ে ১০ গুণ বেশি লড়ব। '

হরিশ রাওয়াতের ইস্তফা

এদিকে, রাহুল গান্ধীর ইস্তপা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এআইসিসি জেনারেল সেক্রেটারি হরিশ রাওয়াত নিজের ইস্তফা পত্র পেশ করেন। লোকসভা ভোটে হারের দায় নিজের কাঁধে নিয়ে দলের জেনারেল সেক্রেটারি পদ থেকে ইস্তফা দেন তিনি।

[আরও পড়ুন: ১০ বছর সংসদে স্রেফ সময় নষ্ট করে রাহুল গান্ধী তাঁর আজকের দুর্দশার জন্যে নিজেই দায়ী ][আরও পড়ুন: ১০ বছর সংসদে স্রেফ সময় নষ্ট করে রাহুল গান্ধী তাঁর আজকের দুর্দশার জন্যে নিজেই দায়ী ]

[আরও পড়ুন: ইস্তফার পরদিনই আদালতে রাহুল গান্ধী! RSS সংক্রান্ত মামলায় পেলেন ১৫০০০ টাকার বন্ডে মুক্তি][আরও পড়ুন: ইস্তফার পরদিনই আদালতে রাহুল গান্ধী! RSS সংক্রান্ত মামলায় পেলেন ১৫০০০ টাকার বন্ডে মুক্তি]

English summary
Will fight 10 times more vigour Says Rahul, on another side Rawat tendered resignation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X