For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা ভোট মিটতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন মায়া! 'বাবুয়া' অখিলেশের এসপি-র সঙ্গে বিচ্ছেদ 'বহেনজি'-র

২০১৯ লোকসভা ভোট মিটতেই উত্তরপ্রদেশের রাজনৈতিক মানচিত্রে একাধিক সমীকরণের ছবি স্পষ্ট হয়ে উঠছে।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা ভোট মিটতেই উত্তরপ্রদেশের রাজনৈতিক মানচিত্রে একাধিক সমীকরণের ছবি স্পষ্ট হয়ে উঠছে। ভোটে শোচনীয় পরাজয়ের পর অখিলেশ ছুটেছেন তাঁর বাবা মুলায়মের দরবারে, আর এদিকে অখিলেশের সমাজবাদী পার্টির সঙ্গত্যাগদের রাস্তায় 'মহাজোট' সঙ্গী মায়াবতী হাঁটা শুরু করে দিলেন। দু'টি দলেরই একন পাখির চোখ উত্তরপ্রদেশ উপ নির্বাচন।

বুয়া -ভাতিজা সম্পর্ক!

উত্তরপ্রদেশের মাটিতে ২০১৯ লোকসভা ভোটের আগে অসম্ভবকে সম্ভব করে, বিএসপির 'বুয়া' মায়াবতীর হাত ধরে এসপি-র 'বাবুয়া' অখিলেশ নেমছিলেন ভোট ময়দানে। তবে ভোট বৈতরণী পার করতে গিয়ে মোদী ঝড়ে মাঢ সমুদ্রেই উল্টে যায় মায়াবতী- অখিলেশদের জোট নৌকা। এরপরই ভোট মিটতেই মায়াবতী আজ জানিয়ে দেন, উত্তর প্রদেশ উপ নির্বাচনে আর এসপির সঙ্গে জোটে থাকছেনা তাঁর দল বিএসপি ।

পাখির চোখ উপ নির্বাচন

পাখির চোখ উপ নির্বাচন

২০১৯ লোকসভা ভোটে হেরে এখন সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টির লক্ষ্য উপনির্বাচনে সাফল্য। এককালে গোবলয়ের এই দুই যুযুধান প্রতিপক্ষ শুধুমাত্র মোদী বিরোধিতার জেরে একজোট হয়েছিল লোকসভা নির্বাচনে। তবে তাঁদের ভোট অঙ্ক ডাহা ফেল করে! এরপরই মায়াবতী আজ জানান, 'যাদব সম্প্রদায়ের ভোট আমরা পাইনি। সমাজাবাদী পার্টির পক্ষের ভোটও আমরা পাইনি। এমনকি সমাজবাদী পার্টির শক্তিশালী প্রার্থীরাও হেরে গিয়েছেন। '

[আরও পড়ুন: নীতীশ বিজেপির জোটে ফাটল! সুযোগের ব্যবহারে তৎপর লালু, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা][আরও পড়ুন: নীতীশ বিজেপির জোটে ফাটল! সুযোগের ব্যবহারে তৎপর লালু, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা]

অখিলেশ-ডিম্পলের সঙ্গে সম্পর্ক ভালো

অখিলেশ-ডিম্পলের সঙ্গে সম্পর্ক ভালো

যদিও উত্তরপ্রদেশের উপনির্বাচনে মায়াবতী ফের 'একলা চলো রে' নীতিতে এগিয়ে যাচ্ছেন, তবুও তিনি জানিয়েছেন, 'আপাতত' এই জোট থেকে তাঁরা বেরিয়ে এসেছেন। তবে অখিলেশ ও তাঁর স্ত্রী ডিম্পলের সঙ্গে মায়াবতীর সম্পর্ক ভালো রয়েছে বলে জানান বিএশপি সুপ্রিমো।

[আরও পড়ুন: একা জয় শ্রীরাম-এ রক্ষা নেই! নতুন স্লোগান যোগ করে চাপ তৈরির কৌশল বিজেপির][আরও পড়ুন: একা জয় শ্রীরাম-এ রক্ষা নেই! নতুন স্লোগান যোগ করে চাপ তৈরির কৌশল বিজেপির]

English summary
Will contest by-polls alone, but not permanent break from SP says Mayawati over Mahahatbandhan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X