For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীন রাষ্ট্র হিসেবে কাতালোনিয়া কী সফল হবে?

যেকোনো সময়ে স্বাধীনতার ঘোষণা দেবেন বলে জানিয়েছেন কাতালান নেতা। কিন্তু স্পেন তাদের আটকানোর সব চেষ্টাই করবে। তারপরও ধরা যাক স্বাধীনতা পেল তারা, সেটাকে সফল করে তুলবার ক্ষমতা তাদের কতটা?

  • By Bbc Bengali

একটি বিতর্কিত ও স্পেনের চোখে বেআইনি গণভোটের পর কাতালোনিয়ার নেতা কারলেস পুইজডেমন্ট বিবিসিকে বলেছেন, তাদের স্বাধীনতার ঘোষণা দেয়া এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এটা তারা করলে, তাতে ভালোরকমের বাধাও আসবে। কিন্তু ধরা যাক, এলাকাটি স্বাধীনতা পেল। তারপর? কাতালোনিয়ার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা কতটা আছে?

Barcelona's Sagrada Familia cathedral decorated with a Catalan banner for the national day of Catalonia
Getty Images
Barcelona's Sagrada Familia cathedral decorated with a Catalan banner for the national day of Catalonia

পর্যবেক্ষকদের চোখে, এরই মধ্যে কাতালোনিয়াতে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রের অনেক বৈশিষ্ট্য বিদ্যমান।

তাদের নিজস্ব পতাকা আছে। একটি পার্লামেন্ট আছে। একজন নেতাও রয়েছেন।

এ অঞ্চলের নিজস্ব পুলিশ বাহিনী রয়েছে। রয়েছে নিজস্ব সম্প্রচার নিয়ন্ত্রক, এমনকি বিদেশে কিছু 'মিশন' ও মিনি দূতাবাসও পরিচালনা করে তারা।

তারা কিছু জনসেবা এখনই প্রদান করে, যেমন: স্কুল ও স্বাস্থ্যসেবা। যদিও স্বাধীনতা পেলে তাদের আরো অনেক অবকাঠামো সৃষ্টি করতে হবে।

স্থাপন করতে হবে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা, কাস্টমস ইত্যাদি।

প্রয়োজন হবে যথাযথ বৈদেশিক সম্পর্ক, প্রতিরক্ষা ব্যবস্থা, একটি কেন্দ্রীয় ব্যাংক, অভ্যন্তরীণ রাজস্ব এবং বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা।

এর সবই এখন পরিচালিত হয় স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে।

কিন্তু ধরা যাক, এই সব প্রতিষ্ঠানই তৈরি করতে পারলো তারা- কিন্তু এর যে ব্যয় এটা কী বহন করতে পারবে তারা?

কাতালোনিয়ার একটি জনপ্রিয় শ্লোগান হল: 'মাদ্রিদ আমাদের লুটে নিচ্ছে'।

কাতালান পুলিশ
AFP
কাতালান পুলিশ

স্পেনের একটি রাজ্য হিসেবে কাতালোনিয়া কেন্দ্রকে যা দেয়, ফেরত পায় তার চেয়ে কম, এমনটিই ধারণা।

স্পেনের অন্যান্য অংশের তুলনায় অনেক সম্পদশালী কাতালোনিয়া। স্পেনের মোট জনগোষ্ঠীর ১৬%-এর বাস কাতালোনিয়ায়। কিন্তু জিডিপির ১৯% আর রপ্তানির এক চতুর্থাংশ তাদের।

পর্যটন প্রশ্নেও কাতালোনিয়ার পাল্লা ভারী। স্পেনে গত বছর যে সাড়ে সাত কোটি মানুষ গেছে, তার মধ্যে এক কোটি আশি লক্ষই প্রথম গন্তব্য হিসেবে বেছে নিয়েছিল কাতালোনিয়াকে।

টারাগোনাতে রয়েছে ইউরোপের বৃহত্তম রাসায়নিক কেন্দ্র।

পণ্য পরিবহণ প্রশ্নে বার্সেলোনা ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কুড়িটি বন্দরের একটি।

এটাও সত্যি যে কাতালানরা তাদের রাজ্যে যা ব্যয় হয় তার চাইতে অনেক বেশী কর দেয়।

২০১৪ সালে কাতালোনিয়ায় কেন্দ্রীয় সরকার যতটা খরচ করেছে তার চাইতে দশ বিলিয়ন ডলার বেশী কর দিয়েছে কাতালানরা।

কিন্তু কেউ কেউ মনে করেন, স্বাধীনতা পাওয়ার ফলে কর বাবদ কাতালোনিয়ার যা অতিরিক্ত রোজগার হবে, তার সবটাই লেগে যাবে নতুন নতুন প্রতিষ্ঠান বানাতে এবং পরিচালনা করতে।

কাতালোনিয়ার ঋণও সম্ভবত একটা বড় আশংকার কারণ।

বার্সেলোনার একটি ভবন থেকে ঝুলছে একটি বিরাট ইইউ পতাকা
AFP
বার্সেলোনার একটি ভবন থেকে ঝুলছে একটি বিরাট ইইউ পতাকা

সবশেষ হিসেব অনুযায়ী কাতালান সরকারের ঘাড়ে ঋণের বোঝা রয়েছে ৭৭ বিলিয়ন ইউরো। এটা তাদের জিডিপির ৩৫.৪%। এর মধ্যে ৫২ বিলিয়নই পাবে স্পেনের সরকার।

বৈশ্বিক মন্দার পর ২০১২ সালে রাজ্যগুলোকে নগদ সহায়তা দেয়ার জন্য একটি বিশেষ তহবিল গঠন করে স্পেনের সরকার।

এই তহবিলের সবচাইতে বড় সুবিধাভোগীই কাতালোনিয়া, এখন পর্যন্ত এরা এখান থেকে ৬৭ বিলিয়ন ইউরো নিয়েছে।

স্বাধীনতা পেলে কাতালোনিয়া এই তহবিল ব্যাবহারের সুযোগই শুধু হারাবে না, একই সাথে এই প্রশ্নও উঠবে যে, স্বাধীনতার পর কাতালোনিয়া তাদের ঋণের কতটা পরিশোধ করতে আগ্রহী থাকবে।

কাতালোনিয়া ইউরোপীয় ইউনিয়নের এবং একক বাজারের অংশ থাকছে কী না তার উপরও অনেকটা নির্ভর করছে তাদের অর্থনৈতিক সামর্থ্য।

আর এটা থাকার জন্য তাদের সবগুলো ইইউ ভুক্ত দেশের অনুমোদন প্রয়োজন হবে, তার মধ্যে স্পেনও থাকবে।

কোন কোন স্বাধীনতাপন্থী শিবির মনে করছেন, কাতালোনিয়া এক্ষেত্রে নরওয়ের মতো একটা সমাধানে যেতে পারে। নরওয়ে ইইউতে যোগদান না করেই একক বাজার সুবিধার অংশ।

কাতালানরা হয়তো ইইউর সুবিধা এবং অবাধ চলাচলের সুযোগ পেতে অর্থকড়ি খরচ করতেও রাজী থাকবে।

কিন্তু স্পেন যদি চায় তাহলে তারা স্বাধীন কাতালোনিয়ার জীবন দুর্বিসহ করে তুলতে পারবে।

English summary
will catalonia be a successful independent nation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X