For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এ যেন সত্যি প্রলয়ের বছর! চারদিন ধরে জ্বলছে উত্তরাখণ্ডের বনাঞ্চল, একসঙ্গে ৪৬টি দাবানল

Google Oneindia Bengali News

একসঙ্গে ৪৬টি দাবানল শুরু হয়েছিল, তাও চারদিন আগে। এখনও তা নেভানো সম্ভব হয়নি। টানা চারদিন ধরে চলা এই আগুনের জেরে জ্বলছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ সবুজ বনাঞ্চল। দাবানলের গ্রাসে ভস্মীভূত বনাঞ্চলের আনুমানিক ৭১ হেক্টরের জমি। এর জেরে বন দফতরের ক্ষতি হয়েছে প্রায় ১.৩২ লক্ষ টাকা।

 ছাই হয়ে গিয়েছে প্রায় ১২০০ হেক্টর বন

ছাই হয়ে গিয়েছে প্রায় ১২০০ হেক্টর বন

বন দফতরের তরফে জানানো হয়েছে দাবানলের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুমায়ুন অঞ্চলের জঙ্গলগুলির। চলতি বছরে শুধুমাত্র এই অঞ্চলেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ১২০০ হেক্টর বন। গোটা রাজ্যে মোট ৩৪ হাজার স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে বনাঞ্চল।

 বেগ পেতে হচ্ছে দমকলবাহিনী ও বনকর্মীদের

বেগ পেতে হচ্ছে দমকলবাহিনী ও বনকর্মীদের

কুমায়ুন ছাড়াও দাবানলের খবর পাওয়া গিয়েছে নৈনিতাল, আলমোরা, পউরি গাড়ওয়াল, দেরাদুন এবং তেহরি থেকেও। জানা গিয়েছে, ঝোড়ো হাওয়ার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দাবানলের তেজও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলবাহিনী ও বনকর্মীদের।

দাবানলের জেরে উত্তর ভারতে তাপমাত্রা বেড়েছে

দাবানলের জেরে উত্তর ভারতে তাপমাত্রা বেড়েছে

দাবানলের জেরে উত্তর ভারতে তাপমাত্রার পারদ ০.২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে আগুনের দাপটে বনাঞ্চলের বিপন্ন বিশাল সংখ্যক বিরল প্রজাতির প্রাণীর জীবন। নষ্ট হয়ে গিয়েছে দুর্লভ গাছও।

ক্ষতিগ্রস্ত জঙ্গলের জীব-বৈচিত্র

ক্ষতিগ্রস্ত জঙ্গলের জীব-বৈচিত্র

গোটা রাজ্যে গত ২৫ মে পর্যন্ত মোট ১৫৯০টি দাবানলের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে জঙ্গলের জীব-বৈচিত্রও। এখনও পর্যন্ত দাবানলে প্রাণ হারিয়েছে দুজন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

English summary
wild fire in uttarakhand continues even after 4 days as weather becomes dry in north india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X