For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা উইকিপিডিয়ার

উইকিপিডিয়া অপেক্ষা না করে ঘোষণা করে দিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে কে বসতে

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে গিয়েছে। ইতিমধ্যে ১০০টি আসন প্রায় নিশ্চিত করে ফেলেছে কংগ্রেস। যা ধরে রাখতে পারলে এবার সরকার গড়ছে হাক শিবিরই। এই অবস্থায় এখনও পুরোপুরি পরিষ্কার নয় কংগ্রেসের হাতেই ক্ষমতা আসতে চলেছে কিনা। যার ফলে দলের তরফেও মুখ্যমন্ত্রী বা দলনেতার ঘোষণা করা হয়নি।

কংগ্রেসের আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা উইকিপিডিয়ার

তবে এর মধ্যেই উইকিপিডিয়া অপেক্ষা না করে ঘোষণা করে দিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে কে বসতে চলেছেন। উইকিপিডিয়ার মতে রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলট।

কংগ্রেসের আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা উইকিপিডিয়ার

[আরও পড়ুন:বিজেপি কীভাবে পতনের দিকে এগোচ্ছে! রাজ্য ধরে ধরে দেখালেন মমতা][আরও পড়ুন:বিজেপি কীভাবে পতনের দিকে এগোচ্ছে! রাজ্য ধরে ধরে দেখালেন মমতা]

এই পাইলটের নেতৃত্বেই রাজস্থানে ভোটে লড়েছে কংগ্রেস। দলের ঘুরে দাঁড়ানোর পিছনে তিনিই মূল হোতা। মুখ্যমন্ত্রীর লড়াইয়ে তাঁর সঙ্গে রয়েছেন প্রবীণ নেতা অশোক গেহলট। কংগ্রেসও এখনও কাকে মসনদে বসাবে তা ঠিক করে উঠতে পারেনি। তবে উইকিপিডিয়া ঠিক করে ফেলে সচিনের নাম জানিয়ে দিয়েছে।

[আরও পড়ুন:মিজোরামের বিধানসভা ভোটে-পরিসংখ্যানে রেকর্ড গড়েছেন কারা ][আরও পড়ুন:মিজোরামের বিধানসভা ভোটে-পরিসংখ্যানে রেকর্ড গড়েছেন কারা ]

প্রসঙ্গত, রাজস্থানে প্রচারের সময়ও সচিন ভক্তরা একদিকে ও অন্যদিকে গেহলট ভক্তরা তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রোজেক্ট করে প্রচার করেছে। দুই নেতাই জেতার পরে জানিয়েছেন শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে চলবেন। এখন দেখার রাহুল গান্ধী কী সিদ্ধান্ত নেন।

[আরও পড়ুন: বিজেপির শেষের শুরু হয়ে গেল! ২০১৯-এর কাউন্টডাউনে মমতা বললেন, সবার জয়][আরও পড়ুন: বিজেপির শেষের শুরু হয়ে গেল! ২০১৯-এর কাউন্টডাউনে মমতা বললেন, সবার জয়]

English summary
Wikipedia declares Sachin Pilot as new Rajasthan CM before formal announcement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X