For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ত্রী বাড়ি নেই, তাই ছাত্রীকেই মাঝরাতে রান্না করতে ডাকলেন অধ্যাপক

স্ত্রী বাড়ি নেই, তাই ছাত্রীকেই মাঝরাতে রান্না করতে ডাকলেন অধ্যাপক

Google Oneindia Bengali News

স্ত্রী বাড়ি নেই, তাই হস্টেলের এক ছাত্রীকে মাঝরাতে ফোন করে রান্না করার জন্য ডাকল এক অধ্যাপক। জিবি পান্ত বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক মধ্যরাতে ফোন করে এক ছাত্রীকে জানায় যে তার স্ত্রী বাড়িতে নেই, তাই রান্না করার জন্য তাকে ডাকা হচ্ছে।

স্ত্রী বাড়ি নেই, তাই ছাত্রীকেই মাঝরাতে রান্না করতে ডাকলেন অধ্যাপক


পান্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ারের ডিন ডঃ সলিল তিওয়ারি বলেন, '‌অক্টোবরে উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকের আগেই ওই ছাত্রী এই অভিযোগ করেন। ছাত্রী যেহেতু কোনও লিখিত অভিযোগ দেয়নি, তাই অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।’‌ ওই ছাত্রী উপাচার্যের কাছে ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই অধ্যাপক হস্টেলের ওয়ার্ডেনও। মাঝরাতে সে ওই ছাত্রীকে ফোন করেছিল। ছাত্রী ফোন কেটে দেওয়ার পরও বারংবার তাঁকে ফোন করতে থাকে অভিযুক্ত। ওই ছাত্রীর অভিযোগ অনুযায়ী, একদিন মধ্যরাতে ওই অধ্যাপক তাঁকে মেসেজ করে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং এরপর বলে যে '‌আমার স্ত্রী বাড়িতে নেই, কে রান্না করবে, তুমি চলে এসো’‌। ওই ছাত্রী অধ্যাপকের মেসেজ প্রমাণ হিসাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেখায় কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কমিটি কোনও কড়া পদক্ষেপ করেনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অধ্যাপককে ঘটনা ঘটার পরেই ওয়ার্ডেনের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অক্টোবরে। এই ঘটনার কথা জানতে পারেন গর্ভনর বেবি রাণী মৌর্য্য। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বলেছে। এক বিবৃতিতে গর্ভনর উপাচার্যকে ঘটনার যথাযথ তদন্তের জন্য বলেছেন এবং দোষীর বিরুদ্ধে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করতে বলা হয়েছ।

স্যাটেলাইটের মাধ্যমে কাশ্মীরে ইন্টারনেট পৌঁছতে চান পাক মন্ত্রী, ট্রোলড হলেন মারাত্মকস্যাটেলাইটের মাধ্যমে কাশ্মীরে ইন্টারনেট পৌঁছতে চান পাক মন্ত্রী, ট্রোলড হলেন মারাত্মক

English summary
The girl alleged that one midnight he sent a text message wishing her on her birthday and then rang her and said ‘my wife is not home, who will cook, you come
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X