For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ত্রীয়ের গালে দাড়ি,কণ্ঠস্বর পুরুষোচিত! 'ডিভোর্স' ফাইল করে স্বামী যা জানতে পারলেন

অভিযোগ ছিল স্ত্রীয়ের গালে দাড়ি রয়েছে। স্ত্রীয়ের কণ্ঠস্বরও কমনীয় নয়। সুরেলা কণ্ঠস্বরের স্ত্রী পাবেন ভেবেও , পেয়েছেন পুরুষোচিক কণ্ঠস্বরের মহিলাকে ।

  • |
Google Oneindia Bengali News

অভিযোগ ছিল স্ত্রীয়ের গালে দাড়ি রয়েছে। স্ত্রীয়ের কণ্ঠস্বরও কমনীয় নয়। সুরেলা কণ্ঠস্বরের স্ত্রী পাবেন ভেবেও , পেয়েছেন পুরুষোচিক কণ্ঠস্বরের মহিলাকে । এ নিয়ে প্রতারিত হয়েছেন বলে ক্ষোভ ছিল আমেদাবাদের এক ব্যক্তির মনে। আর তার জেরেই হয়েছে তিনি ডিভোর্সের মামলা ফাইল করেন।

স্ত্রীয়ের গালে দাড়ি,কণ্ঠস্বর পুরুষোচিত! ডিভোর্স ফাইল করে স্বামী যা জানতে পারলেন

প্রতারণার দাবি তুলে ডিভোর্স ফাইল করেন এই ব্যক্তি। দাবি করা হয়, সেই ব্যক্তি বিয়ের সময়ে জানতেন তা তাঁর হবু স্ত্রীয়ের গালে দাড়ি রয়েছে, বা মহিলার কণ্ঠস্বর পুরুষোচিত। তিনি জানান, প্রথম যখন হবু স্ত্রীকে দেখেন তখন তাঁর মুখ ঘোমটায় ঢাকা ছিল। আর প্রথার বাইরে গিয়ে ঘোমটা তুলে তাই হবু স্ত্রীয়ের মুখ দেখতেও পাননি তিনি। আর জানতে পারেননি এই সমস্ত বিষয়। তবে , আদালত আমেদাবাদের নিবাসী ওই ব্যক্তির সেই দাবি খারিজ করে দেয়।

ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তাঁর স্ত্রী আদালতকে জানিয়েছে, কিছু হরমোনগত সমস্যার জন্য তাঁর গালে এরকম দাড়ি । এটি চিকিৎসার মাধ্যমেও তিনি সারিয়ে তুলতে পারেননি। পাশাপাশি জানান, বাকি সমস্ত মিথ্যা অভিযোগ করে তাঁকে শ্বশুরবাড়ির থেকে তাডি়য়ে দেওয়ার ফন্দি করছেন তাঁর স্বামী। মহিলার বক্তব্য শুনে, আদালত এই ডিভোর্সের মামলা খারিজ করে দেয়। মহিলার স্বামী আর কোনও রকমের আবেদন করেননি এই মামলা ঘিরে।

English summary
Wife has beard, masculine voice: Ahmedabad man's divorce plea rejected by court.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X