ভোটের দিন ঘোষণায় বিলম্ব কেন! কী বলছে নির্বাচন কমিশন
এখনও নির্বাচনের অনেক দিন বাকী রয়েছে। ফলে তাড়াহুড়ো করার কিছু নেই। ইচ্ছে করে দেরি করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে তাও ভিত্তিহীন বলে কমিশন উড়িয়ে দিয়েছে।

কমিশনের এক আধিকারিক সূত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সূচি মেনে কমিশন চলে না।
প্রসঙ্গত, ২০১৪ সালের নির্বাচনের আগে ৫ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। তবে এবার সেই দিন পেরিয়ে গিয়েছে।
যার ফলে বিরোধী দলগুলি কমিশনকে কাঠগড়ায় তুলেছে। কেন্দ্র এই সুযোগে নানা প্রকল্পের উদ্বোধন করছে। সরকারকে এখানে সুবিধা করে দিতেই এটা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
[আরও পড়ুন: কত দফায় হবে লোকসভা ভোট, কবে দিন ঘোষণা! উঠে আসছে কোন তথ্য ]
কমিশন বলছে, ফলাফল বেরোনোর শেষ দিন ২০১৪ সালে ছিল ৩১ মে। আর এবার শেষ দিন ৩ জুন। ফলে এখনও হাতে অনেকটা সময় রয়েছে। তাই অযথা হুড়োহুড়ি না করে সঠিক সময়ে দিনক্ষণ জানানো হবে।
২০১৭ সালে গুজরাত নির্বাচনের সময়ও কমিশনের বিরুদ্ধে দেরি করার অভিযোগ উঠেছিল। সেবারও গুজরাতে ক্ষমতাসীন বিজেপি সরকারকে সুবিধা দিতে কমিশন দেরি করেছিল বলে কংগ্রেস অভিযোগ করে।
[আরও পড়ুন: অযোধ্যা মামলার ভবিষ্যৎ শুক্রবার ঠিক করে দিতে পারে সুপ্রিম কোর্ট ]