For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন কংগ্রেসের সঙ্গে জোট করেনি সপা-বসপা, স্পষ্ট করলেন মায়াবতী

কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে মহাজোট করবে বিরোধী দলগুলি। বিজেপির বিরুদ্ধে একটাই জোট হবে উত্তরপ্রদেশে। তবে তেমনটা আর হচ্ছে না।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে মহাজোট করবে বিরোধী দলগুলি। বিজেপির বিরুদ্ধে একটাই জোট হবে উত্তরপ্রদেশে। তবে তেমনটা আর হচ্ছে না। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট বেঁধে ফেলেছে। সেই ঘোষণাও হয়ে গিয়েছে এদিন। ৩৮টি করে আসনে দুটি দল লড়তে চলেছে।

কেন কংগ্রেসের সঙ্গে জোট করেনি সপা-বসপা, স্পষ্ট করলেন মায়াবতী

এদিন সাংবাদিক বৈঠকে মায়াবতী স্পষ্ট করেন, কেন কংগ্রেসের সঙ্গে জোট বাঁধল না তাঁদের জোট। মায়াবতী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে কেন্দ্রে ও সারা দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেস দীর্ঘদিন শাসন করেছে। কংগ্রেস আমলেই সারা দেশে দারিদ্র, বেকারত্ব ও দুর্নীতি বেড়েছে।

সেই কুশাসনের বিরুদ্ধেই লড়াই করতে সপা-বসপার মতো দলের জন্ম হয়েছে। তাই শুধু বিজেপি নয়, কংগ্রেসও ফের ক্ষমতায় এলে একই কাজ করবে। কোনও পার্থক্য হবে না বলে দাবি করেছেন মায়াবতী।

বসপা নেত্রীর দাবি, কংগ্রেস আমলে অনেক ঘোটালা হয়েছে। বোফর্স কেলেঙ্কারির কারণে কংগ্রেসকে সরে যেতে হয়েছে। একইভাবে রাফালে কেলেঙ্কারির কারণে বিজেপিকেও কেন্দ্র থেকে সরতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মায়াবতী।

এদিন মায়াবতী ও অখিলেশ দুজনই জানিয়েছেন, অতীতে কংগ্রেসের সঙ্গে জোট করে কোনও লাভ হয়নি। বরং ক্ষতি হয়েছে। তাই এভাবে আর কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবেন না বলেও মায়াবতী স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

English summary
Why SP-BSP is not tying up with Congress in UP, Mayawati clears air
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X