For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের সোশ্যাল অ্যাকাউন্টে কেন এমন ছবি দিলেন স্মৃতি ইরানি

নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দড়ি দিয়ে বাঁধা, মুখও আটকানো, বসিয়ে রাখা হয়েছে চেয়ারে। নিজের এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। এই ছবিটি সম্ভবত তাঁর অভিনীত ধারাবাহিক 'কিউ কি সাস ভি কভি বহু থি'-র।

নিজের সোশ্যাল অ্যাকাউন্টে কেন এমন ছবি দিলেন স্মৃতি ইরানি

এই ধারাবাহিকে তুলসী চরিত্র করে ঘরে ঘরে জনপ্রিয়তা পান স্মৃতি। তবে এখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী। জনপ্রিয়তা আরও বেড়েছে। তবে হঠাৎ করে কেন এমন ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করতে হল স্মৃতিকে। নিচে লেখা আছে আবার 'হম বোলেগা তো বোলোগে কি বোলতা হ্যায়'।

আসলে ঘটনা হল, সবরিমালা কাণ্ডে দুদিন আগে মুখ খোলেন স্মৃতি। সবরিমালায় মহিলাদের প্রবেশ নিয়ে প্রশ্ন করা হলে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে নিজের মত জানিয়েছিলেন এই কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, প্রার্থনা জানানোর অধিকার আমার আছে। কিন্তু তা বলে পবিত্র স্থান অপবিত্র করার অধিকার আমার নেই। আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়ের উপরে কিছু বলার অধিকার আমার নেই। তবু বলছি, রক্তমাখা স্যানিটারি ন্যাপকিন আমরা বন্ধুর বাড়িতে নিয়ে যাই না। তাহলে কেন সেটিকে আমরা দেবস্থানে টেনে নিয়ে যাচ্ছি?

View this post on Instagram

#hum bolega to bologe ki bolta hai... 😂🤔🤦‍♀️

A post shared by Smriti Irani (@smritiiraniofficial) on

এই বিতর্কে ফের মুখ খুলে আগের মন্তব্যে সাফাই দেন স্মৃতি। তাঁর বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে তোপ দাগেন। তবে তাতেও বিতর্ক থামেনি। অনেকেই স্মৃতির টিপ্পনিকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন। অনেকে আবার পাশে দাঁড়ান। ফলে সেই বিতর্ক নিয়ে এদিন কিছু না বলে নিজের মুখ বন্ধ ছবি শেয়ার করেছেন স্মৃতি।

English summary
Why Smriti Irani posted this photo on her Instagram account
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X