For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন নাচ থামিয়ে দিল? ‌এই অভিযোগে নর্তকীর ওপর চলল গুলি, গ্রেফতার ২

কেন নাচ থামিয়ে দিল? ‌এই অভিযোগে নর্তকীর ওপর চলল গুলি, গ্রেফতার ২

Google Oneindia Bengali News

নর্তকী কেন নাচ থামিয়ে দিয়েছেন ‌? এই অভিযোগ তুলে চিত্রকূটে বিয়ের এক অনুষ্ঠানে ওই তরুণীর মুখে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাড়হিম করা এই ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে, ওই তরুণী এক নাচের দলের সঙ্গে এসেছিলেন। তাঁকে মঞ্চে অন্য নতর্কীদের সঙ্গে দেখা গিয়েছে। ঘটনায় জড়িত দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

কেন নাচ থামিয়ে দিল? ‌এই অভিযোগে নর্তকীর ওপর চলল গুলি, গ্রেফতার ২


এক মিনিট দীর্ঘ ভিডিও ক্লিপিংয়ে দেখা গিয়েছে, নর্তকী নাচ থামিয়ে দেওয়ার পর এক মদ্যপ ব্যক্তি বলছে '‌গুলি চলে যাবে’‌। এই কথা শোনার পর ওই ব্যক্তির ভাই বলে, '‌সুধীর ভাইয়া, আপনি গুলি চালিয়ে দিন’‌। এরপরই তরুণীর পাশ থেকে আচমকাই গুলি চলে, যা তরুণীর মুখে এসে লাগে। এই ঘটনায় সকলেই হতভম্ভ হয়ে যান। টিকরা গ্রামের গ্রাম প্রধান সুধীর সিং প্যাটেলের মেয়ের বিয়েতে এই ঘটনা ঘটে ১ ডিসেম্বর। এই ঘটনায় বরের কাকা মিথিলেশ ও অখিলেশও জখম হয়েছেন। তাঁরাও সে সময় মঞ্চে ছিলেন বলে জানা গিয়েছে। গ্রাম প্রধানের বাড়ির এক সদস্যই গুলি করে বলে জানা গিয়েছে। গত রবিবার বরের কাকা রাম প্রতাপ এই ঘটনার বিরুদ্ধে অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। ওই তরুণীকে সনাক্ত করা গিয়েছে। তাঁর নাম হিনা, বয়স ২২ বছর। হিনাকে কানপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হিনারই সহ নর্তকী নয়না ওইদিনের ঘটনার কথা স্মরণ করে বলেন, '‌আমরা যখন নাচছিলাম, হঠাৎ করে মিউজিক বন্ধ হয়ে যায়। এক ব্যক্তি আমাদের ওপর গুলি চালায়। হিনা আমার পরেই দাঁড়িয়েছিল, তাঁর চোয়ালে গিয়ে গুলি লাগে। হিনা গুরুতর আহত হয়।’‌ ২০১৬ সালে একই ধরনের ঘটনা ঘটে পাঞ্জাবের ভাতিন্ডায়। বিয়ের অনুষ্ঠানে গুলি চালিয়ে উদযাপন করতে গিয়ে সেই গুলিতেই মৃত্যু হয় ২৫ বছরের এক অন্তঃসত্ত্বা নর্তকীর। কুলিন্দার কউর নামে ওই তরুণী সেই সময় মঞ্চে নাচছিলেন। তিনি ঘটনাস্থলেই মারা যান।

English summary
The woman is then suddenly shot from behind, which takes everybody by surprise. The bullet hits her face,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X