For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ লক্ষ টাকা সকলের অ্যাকাউন্টে ঢোকেনি কার দোষে, মন্ত্রী আথাওয়ালে জানালেন আসল কারণ

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে নিজস্ব যুক্তি সাজিয়ে কেন সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা আসেনি তার ব্যাখ্যা দিলেন।

  • |
Google Oneindia Bengali News

২০১৪ লোকসভা ভোটের প্রচারে বিজেপি সারা দেশ জুড়ে কালো টাকা নিয়ে জোর প্রচার করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে কালো টাকা দেশে ফিরিয়ে ১৫ লক্ষ টাকা করে প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে দেওয়া হবে। যে প্রতিশ্রুতি স্বপ্নই রয়ে গিয়েছে। বিরোধীরা বারবার আক্রমণ করলেও কেন্দ্র সরকার এই নিয়ে কোনও শব্দ মুখ ফুটে বের করেনি। ফের আর একটি লোকসভা নির্বাচন আসতে চলেছে। বিরোধীরা এবার এই প্রশ্নে পাল্টা মোদী সরকারকে বিদ্ধ করবে সন্দেহ নেই।

প্রতিশ্রুতির ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকেনি কার দোষে, মন্ত্রী আথাওয়ালে জানালেন আসল কারণ

এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে নিজস্ব যুক্তি সাজিয়ে কেন সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা আসেনি তার ব্যাখ্যা দিলেন। তাঁর অকাট্য যুক্তি, একেবারে নয়, তবে ধীরে ধীরে সকল ভারতীয়র অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। টাকা অ্যাকাউন্টে ঢোকাতে দেরি করায় রিজার্ভ ব্যাঙ্কের ঘাড়ে দোষ দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ৯ রাজ্যের বিধানসভা নির্বাচন বার্তাবাহী ২০১৯-এর, একনজরে ফিরে দেখা ২০১৮][আরও পড়ুন: ৯ রাজ্যের বিধানসভা নির্বাচন বার্তাবাহী ২০১৯-এর, একনজরে ফিরে দেখা ২০১৮]

আথাওয়ালে বলেছেন, ১৫ লক্ষ টাকা একবারে নয়, ধাপে ধাপে ঢুকবে। আরবিআই-এর কাছে টাকা চাওয়া হয়েছিল, তবে তারা টাকা দেয়নি। তাই টাকা অ্যাকাউন্টে ঢোকেনি বলে যুক্তি সাজিয়েছেন আথাওয়ালে। একইসঙ্গে জানিয়েছেন, কিছু প্রযুক্তিগত সমস্যার জন্যও দেরি হয়েছে।

[আরও পড়ুন:বাংলার কৃষিতে আসতে চলেছে ভয়ানক দিন! বিশ্ব উষ্ণায়ন নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট বিজ্ঞানীদের ][আরও পড়ুন:বাংলার কৃষিতে আসতে চলেছে ভয়ানক দিন! বিশ্ব উষ্ণায়ন নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট বিজ্ঞানীদের ]

প্রসঙ্গত, তথ্য জানার অধিকার আইনে এবছরে এক জনৈক জানতে চান, কেন ১৫ লক্ষ টাকা করে প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে দেওয়া হয়নি। এই নিয়ে প্রধানমন্ত্রীর দফতর কোনও জবাব দেয়নি। তথ্য জানার অধিকার আইনে এই ধরনের তথ্য জানানো যায় না বলে চা এড়িয়ে যাওয়া হয়েছে।

[আরও পড়ুন: কর্ম সংস্থান শিকেয় তুলল বিজেপি শাসিত সরকার! ফতোয়া জারি আধিকারিকদের বিরুদ্ধেও][আরও পড়ুন: কর্ম সংস্থান শিকেয় তুলল বিজেপি শাসিত সরকার! ফতোয়া জারি আধিকারিকদের বিরুদ্ধেও]

English summary
Why Rs. 15 lakhs were not deposited in bank accounts, Ramdas Athawale made a point
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X