For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চারদিন পর মোদী-জিনপিং সাক্ষাৎ, অথচ সফর চূড়ান্ত কিনা নিশ্চিত করছে না চিন

ভারত সফরে আসার কথা চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের। আগামী ১১-১২ অক্টোবর চেন্নাইয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা জিনপিংয়ের।

  • |
Google Oneindia Bengali News

ভারত সফরে আসার কথা চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের। আগামী ১১-১২ অক্টোবর চেন্নাইয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা জিনপিংয়ের। তবে এখনও চিনা প্রশাসনের তরফে সরকারিভাবে সেদেশের রাষ্ট্রপতির ভারত সফরের বিষয়ে চূড়ান্ত বক্তব্য জানানো হয়নি। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর উদযাপন করতে ভারতে আসার কথা রয়েছে চিনা রাষ্ট্রপতির।

চারদিন পর মোদী-জিনপিং সাক্ষাৎ, অথচ সফর চূড়ান্ত কিনা নিশ্চিত করছে না চিন

এর আগে ভারতের বিদেশ সচিব বিজয় কেশব গোখলে শি জিনপিংয়ের ভারত সফরের কথা নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিনপিংকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। এবং জিনপিংও ভারত সফরে আসবেন বলে নিশ্চিত করেছেন।

এর আগে চিনা রাষ্ট্রদূত বলেছেন, কাশ্মীর সমস্যায় পাকিস্তানের পাশেই থাকবে চিন। আমরা কাশ্মীরিদের মৌলিক অধিকার ফেরত পেতে সাহায্য করব। কাশ্মীর ইস্যুর সঠিক সমাধান হওয়া উচিত বলেও চিনা রাষ্ট্রদূত মন্তব্য করেছেন।

এই বছরের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের রাষ্ট্রপতি জিনপিং বিশকেকে এসসিও সম্মেলনে ফাঁকে সাক্ষাৎ করেন। এবং দুই রাষ্ট্রনেতাই ওই বৈঠককে সফল বলে দাবি করেছিলেন।

ঘটনা হল, চিন প্রতিবেশী হলেও বরাবরই ভারত বিরোধিতা করে এসেছে নানা ক্ষেত্রে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদই হোক অথবা নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপে ভারতের অন্তর্ভুক্তি - চিন বারবার ভারতকে আটকে দিয়েছে।

অন্যদিকে কাশ্মীর ইস্যুতে চিন পাকিস্তানের পক্ষে থেকে ভারত বিরোধিতা করেছে। এই অবস্থায় দুই দেশের রাষ্ট্রপ্রধান একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে সম্পর্ককে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন এখন সেটাই দেখার।

English summary
Why PM Modi and Xi Jinping's meeting is important for India-China relationship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X