For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র কেন রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে! কোন দিকে ঘুরছে পরিস্থিতি

মহারাষ্ট্রে ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই দুই সপ্তাহের বেশি হয়ে গেল। পরিস্থিতি এখনও থমকে রয়েছে। কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবং জোট সঙ্গী জোগাড় করতে না পারায় সরকার গঠন করতে পারেনি।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই দুই সপ্তাহের বেশি হয়ে গেল। পরিস্থিতি এখনও থমকে রয়েছে। কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবং জোট সঙ্গী জোগাড় করতে না পারায় সরকার গঠন করতে পারেনি। বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে একশোর বেশি আসন পেয়েছে। বাকি তিনটি বড় দল - এনসিপি, শিবসেনা ও কংগ্রেস ৫০টি আসনের আশেপাশে ঘোরাফেরা করছে।

প্রথম কাঁটা

প্রথম কাঁটা

এই অবস্থায় বিজেপি-শিবসেনা জোট সম্ভব হয়নি। অন্যদিকে বিরোধী দলকে একত্রে আসতে হবে। কোনও দুটি দল মিলে সরকার করতে পারবে না। ফলে এখানেই থমকে রয়েছে মহারাষ্ট্র। যা পরিস্থিতি তাতে সম্ভবত রাষ্ট্রপতি শাসনের দিকে এগোতে চলেছে রাজ্য। কেন? তার ব্যাখ্যাটা এরকম হতে পারে। বিজেপি-শিবসেনা একসঙ্গে আসছে না। বাকি দুই দলের বিজেপির সঙ্গে জোটের কোনও প্রশ্নই ওঠে না। ফলে বিজেপি জোট সরকার মহারাষ্ট্রে হচ্ছে না।

দ্বিতীয় কাঁটা

দ্বিতীয় কাঁটা

অন্যদিকে শিবসেনা ভেবেছিল এনসিপি ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে জোট সরকার করবে। এবং মুখ্যমন্ত্রী হবেন কোনও শিব সৈনিক। সেই আশাতেও জল ঢেলে দিয়েছে কংগ্রেসের কৌশল। সোমবার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলেও সোনিয়া গান্ধী শেষ মুহূর্তে সমর্থনের চিঠি দেননি। যার ফলে থমকে গিয়েছে গোটা প্রক্রিয়া।

তৃতীয় কাঁটা

তৃতীয় কাঁটা

এই অবস্থায় কংগ্রেস চাইছে এনসিপি-র নেতৃত্বে মহারাষ্ট্র সরকার গঠিত হোক। এবং এনসিপি থেকেই মুখ্যমন্ত্রী হোন কোনও একজন নেতা। এক্ষেত্রে আবার শিবসেনার পক্ষে তাহলে জোটে থাকা মুশকিল হবে। কারণ, শিবসেনা প্রথম থেকেই মুখ্যমন্ত্রী পদের দাবি করে এসেছে। সেই দাবির ফলেই তাঁরা বিজেপির সঙ্গে তিন দশকের সম্পর্ক ছিন্ন করেছে। এই অবস্থায় এনসিপি থেকে কেউ মুখ্যমন্ত্রী হবে, কংগ্রেসের সমর্থনে শিবসেনা সেই জোট সরকারে থাকবে, এমনটা ভেবে নেওয়া কঠিন। ফলে এনসিপি-কংগ্রেস জোট বাঁধলেও শিবসেনার সমর্থন না পেলে মহারাষ্ট্রে বিরোধী সরকার গঠন হবে না।

একমাত্র উজ্জ্বল সম্ভাবনা

একমাত্র উজ্জ্বল সম্ভাবনা

সেক্ষেত্রে একমাত্র পড়ে রইল রাষ্ট্রপতি শাসন। এদিন রাতের মধ্যে এনসিপি যদি সরকার গঠনের মতো অবস্থায় না আসতে পারে, তাহলে রাজ্যপাল ভগত সিং সিদ্ধান্ত নিয়ে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। আপাতত যা পরিস্থিতি তাতে এদিকেই ঘটনাক্রমে যেতে চলেছে বলে মনে করা হচ্ছে।

 সরকার গঠন নিয়ে ঐক্যমত্যের সংকট, রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে মহারাষ্ট্র সরকার গঠন নিয়ে ঐক্যমত্যের সংকট, রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে মহারাষ্ট্র

 সুযোগ আসবেই! মহারাষ্ট্র নিয়ে অপেক্ষা ও দেখার নীতি বিজেপির সুযোগ আসবেই! মহারাষ্ট্র নিয়ে অপেক্ষা ও দেখার নীতি বিজেপির

English summary
Why Maharashtra is heading towards president rule, Know the analysis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X