For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী কেন ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিচ্ছেন না, নিজের অফার নিয়ে প্রশ্ন মালিয়ার

নিজের অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যবসায়ী বিজয় মাল্য। প্রধানমন্ত্রীর প্রশংসা করে মাল্য বলেছেন, কেন মোদী ব্যাঙ্কগুলিকে তার থেকে(বিজয় মাল্য) টাকা নেওয়ার ব্যাপারে নির্দেশ দিচ্ছেন না।

  • |
Google Oneindia Bengali News

নিজের অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যবসায়ী বিজয় মাল্য। প্রধানমন্ত্রীর প্রশংসা করে মাল্য বলেছেন, কেন মোদী ব্যাঙ্কগুলিকে তার থেকে(বিজয় মাল্য) টাকা নেওয়ার ব্যাপারে নির্দেশ দিচ্ছেন না। দেশ ও বিদেশের মাটিতে বিজয় মাল্যের বিরুদ্ধে তদন্ত চলছে। তাকে ভারতে ফেরাতে লন্ডনের আদালতে মামলাও চলছে।

মোদী কেন ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিচ্ছেন না, নিজের অফার নিয়ে প্রশ্ন মালিয়ার

বিজয় মাল্য ইতিমধ্যেই বিভিন্ন ব্যাঙ্কের কাছে আবেদন করেছেন, টাকা ফেরত দেওয়ার কথা বলে। প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে মাল্য প্রশ্ন করেছেন, কেন তিনি(মোদী) ব্যাঙ্কগুলিকে এবিষয়ে নির্দেশ দিচ্ছেন না। সংসদে প্রধানমন্ত্রীর শেষ বক্তৃতা তাঁকে আকৃষ্ট করেছে বলে জানিয়েছেন মাল্য।

দেশ থেকে পালিয়ে যাওয়া লিকার ব্যারন আরও দাবি করেছেন, কর্নাটক হাইকোর্টের সামনে তার প্রস্তাব রেখেছেন।

[আরও পডুন: মোদী শুধু প্রতিশ্রুতি দেন! মরে গেলেও গব্বর সিং ট্যাক্স আদায়, আক্রমণ রাহুলের][আরও পডুন: মোদী শুধু প্রতিশ্রুতি দেন! মরে গেলেও গব্বর সিং ট্যাক্স আদায়, আক্রমণ রাহুলের]

বিজয় মালিয়া এর আগে জানিয়েছিলেন, ২০১৬-র পর থেকে তাঁর হেফাজতে থাকা শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্কের তরফে সিবিআই ও ইডির কাছে সম্পত্তি অ্যাটাচ করার আবেদন করা হয়েছে। দেখা গিয়েছে, একই সম্পত্তির জন্য ব্যাঙ্ক এবং ইডি দুপক্ষই ঝাঁপিয়েছে। মন্তব্য করেছিলেন তিনি। মালিয়ার দাবি, ব্যাঙ্কগুলিকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে, কোনও অফার না গ্রহণ করতে। অন্যদিকে, ইডিকে বলা হয়েছে সম্পত্তি অ্যাটাচ করতে।

[আরও পড়ুন:লোকসভার লক্ষে আলোচনা রাহুল-পাওয়ারের! কংগ্রেস-এনসিপির রফা চূড়ান্ত][আরও পড়ুন:লোকসভার লক্ষে আলোচনা রাহুল-পাওয়ারের! কংগ্রেস-এনসিপির রফা চূড়ান্ত]

মালিয়ার দাবি, দেশ ছেড়ে আসার পর ব্যাঙ্ক এবং রাজনীতিবিদদের কাছে বারবার আবেদন করেছেন বিষয়টির নিষ্পত্তি করার জন্য। কর্মীদের বকেয়া থাকা মাইনাও তিনি মিটিয়ে দিতে চান বলে জানিয়েছেন। নিজেকে এনআরআই বলে দাবি করেছেন বিজয় মালিয়া। তাঁর দাবি, ১৯৮৮ সাল থেকে তিনি এনআরআই।

[আরও পড়ুন: ১২ ক্লাস পাসকে ভোট নয়! শিক্ষিতকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করুন, আক্রমণ কেজরিওয়ালের][আরও পড়ুন: ১২ ক্লাস পাসকে ভোট নয়! শিক্ষিতকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করুন, আক্রমণ কেজরিওয়ালের]

English summary
"Why Is PM Not Instructing Banks To Accept My Offer," Tweets Vijay Mallya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X