For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাহিদার থেকে বাড়তি অক্সিজেন কেন মধ্যপ্রদেশে? দিল্লির বঞ্চনা নিয়ে হাইকোর্টের তোপের মুখে কেন্দ্র

চাহিদার থেকে বাড়তি অক্সিজেন কেন মধ্যপ্রদেশে? দিল্লির বঞ্চনা নিয়ে হাইকোর্টের তোপের মুখে কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

অক্সিজেন বণ্টনে বঞ্চনার অভিযোগে শুরুতেই কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীকা। এবার সেই জল গড়াল আদালত পর্যন্তও। অভিযোগ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো চাহিদার তুলনায় কেন্দ্রের থেকে অনেক বেশি অক্সিজেন পাচ্ছে। কিন্তু দেশের রাজধানী দিল্লিতে অক্সিজেনের জন্য হাহাকার সত্বেও চাহিদা অনুযায়ী অক্সিজেন মিলছে না। যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। কিন্তু কেন এই বঞ্চনা এবার সেই প্রশ্নই করল দিল্লি হাইকোর্ট। যা নিয়ে ফের সরগরম রাজ্য-রাজনীতি।

চাহিদার থেকে বাড়তি অক্সিজেন কেন মধ্যপ্রদেশে? দিল্লির বঞ্চনা নিয়ে হাইকোর্টের তোপের মুখে কেন্দ্র

এই প্রসহ্গে একটি মামলার শুনানি দিল্লি হাইকোর্টের বিচারপতি বিপিন সাঙ্ঘি ও বিচারপতি রেখা পাল্লির বেঞ্চের পর্যবেক্ষণ, সঙ্কটময় পরিস্থিতির কথা ভুলে গেলে চলবে না। এই সময় অন্য রাজ্যকে বঞ্চিত করে অক্সিজেন দিতে বলা হচ্ছে না। কিন্তু তারপরেও মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র কী ভাবে চাহিদার তুলনায় বেশি অক্সিজেন পাচ্ছে সেটা জানতে চান হাইকোর্টের বিচারপতিরা। এদিকে কেন্দ্র দিল্লির জন্য দৈনিক ৪৮০ টন অক্সিজেন বরাদ্দ করেছে। কিন্তু অভিযোগ মিলছে মাত্র ৩৪০-৩৭০ টন।

চড়া দামে ভ্যাকসিন কেনার টাকা কোথায় পাবেন সমাজের প্রান্তিক শ্রেণির মানুষেরা? সুপ্রিম তোপে কেন্দ্রচড়া দামে ভ্যাকসিন কেনার টাকা কোথায় পাবেন সমাজের প্রান্তিক শ্রেণির মানুষেরা? সুপ্রিম তোপে কেন্দ্র

এদিকে গত কয়েকদিন দিনে দিল্লিতে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। অন্যদিকে হাসাপাতলগুলিতে বাড়তি বেডের ব্যবস্থা না করায় অক্সিজেনের ঘাঠতিও পাল্লা দিয়ে বাড়ছে। সূত্রের খবর, বর্তমানে যে দিকে দিল্লি এগোচ্ছে তাতে খুব তাড়াতাড়ি দিল্লিতে দৈনিক ৭০০ টন অক্সিজেন লাগবে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনার কবলে পড়েছেন ২৪ হাজার ২৩৫ জন। মারা গিয়েছেন ২৯৫ জনয এদিকে এরইমাঝে দিল্লির দুটি হাসপাতালে ইতিমধ্যেই অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। বাকি হাসপাতাল গুলিও ধুঁকছে অক্সিজেনের অভাবে। যার জেরে আরও বাড়ছে উদ্বেগ।

English summary
Why is Madhya Pradesh get more oxygen than demand? Question from the Delhi High Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X