For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি নির্বাচনের ১৫ দিন আগে সরকারি দফতরের নথিতে আগুন! প্রশ্ন উস্কে কেজরিওয়ালকে কটাক্ষ বাগ্গার

দিল্লি নির্বাচনের ১৫ দিন আগে কর্পোরেশনে নথিতে আগুন! প্রশ্ন উস্কে কেজরিওয়ালকে কটাক্ষ বাগ্গার

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে একের পর এক ভবনে ক্রমাগত অগ্নিকাণ্ডের খবর উঠে আসছে। আর ঠিক দিল্লি নির্বাচনের আগে এবার সেখানের পরিবহন কর্পোরশনের দফতরে আগুন লাগবার ঘটনা ঘটে যায়। সেই অগ্নিকাণ্ড নিয়ে এবার সরব হয়েছেন দিল্লিতে বিধানসভা নির্বাচনের বিজেপির প্রার্থী তাজিন্দর সিং বাগ্গা। তাঁর খোঁচার নিশানায় এবার কেজরিওয়াল।

বাগ্গার বক্তব্য

বাগ্গার বক্তব্য

তাজিন্দর সিং বাগ্গা বিজেপির নব প্রকাশিত ১০ জন প্রার্থীর তালিকায় জায়গা করে নিয়েছেন। তারপর থেকেই তিনি রয়েছেন খবরে। বিজেপির দিল্লি ইউনিটের সদস্য তেজিন্দরের দাবি, ৭০ টি আসনের মধ্যে দিল্লিতে ৫০ টিই দখলে রাখবে বিজেপি। তার সঙ্গেই তিনি যোগ করেছেন কেজরিওয়ালের প্রতি কটাক্ষ।

দিল্লিতে অগ্নিকাণ্ড ও বাগ্গার প্রশ্ন

দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে তেজিন্দর বাগ্গার দাবি, ' কেজরিওয়াল ভয় পেয়েছেন। আর সেই জন্যই দিল্লি পরিবহন কর্পোরেশনের নথিতে আগুন লাগানো হয়েছে। যা দিল্লি নির্বাচনের ১৫ দিন আগে করা হল। 'এমন দাবি তুলে এবার দিল্লির বুকে নয়া বিতর্ক উস্কে দিলেন তাজিন্দর সিং বাগ্গা।

তিলক নগর চেয়েও পেলেন না বাগ্গা

তিলক নগর চেয়েও পেলেন না বাগ্গা

এর আগে, বিজেপির প্রথম প্রকাশিত তালিকায় বাগ্গার নাম না থাকায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হয়েছেন তিনি। তারপর গতকাল মধ্যরাতে প্রকাশিত বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন বাগ্গা। তবে তাজিন্দর বাগ্গা চেয়েছিলেন দিল্লির তিলকনগরের আসন। আর সেই জায়গায় তিনি পেয়েছেন হরিনগর। যদিও সেই বিষয়টি নিয়ে বাগ্গা আপাতত মন না দিয়ে , তিনি নিদের প্রচার স্লোগানে ... ' বাগ্গা বাগ্গা, হর জগা.. ' -এ মন দিয়েছেন ।

রাজধানী বিতর্কে জেরবার অন্ধ্র, সাসপেন্ড হলেন ১৭জন টিডিপি বিধায়করাজধানী বিতর্কে জেরবার অন্ধ্র, সাসপেন্ড হলেন ১৭জন টিডিপি বিধায়ক

English summary
Why DTC office burnt before Delhi polls, Bagga makes sharp attack to Kajriwal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X