For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত জোড়ো যাত্রা কেরলে ১৮ দিন, যোগী রাজ্যে ২ দিন কেন প্রশ্ন বামেদের! বিজেপির এ টিম CPIM, পাল্টা কংগ্রেস

ভারত জোড়ো যাত্রা কেরলে ১৮ দিন, যোগী রাজ্যে ২ দিন কেন প্রশ্ন বামেদের! বিজেপির এ টিম CPIM, পাল্টা কংগ্রেস

  • |
Google Oneindia Bengali News

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে কংগ্রেসের কোনও জোট না থাকলেও সামনা-সামনি তেমন কোনও বৈরিতা নেই। তবে রয়েছে কেরলে (Kerala)। তামিলনাড়ু হয়ে কেরলে ঢুকেছে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। সেই ভারত জোড়ো যাত্রাকেই কটাক্ষ করেছে কেরলের সিপিআইএম (CPIM) নেতৃত্ব। যার পাল্টা দিয়েছে কংগ্রেসও (Congress)।

কেরলে ১৮ দিন আর উত্তর প্রদেশে ২ দিনের যাত্রা

কংগ্রেসের পরিকল্পনা অনুসায়ে কেরলে ভারত জোড়ো যাত্রা হবে ১৮ দিন ধরে। আর উত্তর প্রদেশে মাত্র ২ দিন। এই বিষয়টি উল্লেথ করে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছে সিপিআইএম। বিজেপি এবং আরএসএস-এর সঙ্গে লড়াইয়ে এক অদ্ভুত উপায় বলেও মন্তব্য করা হয়েছে বামেদের তরফে। কেরলে ১৮ জিন ভারত জোড়ো যাত্রা হওয়ার পরে ঢুকবে কর্নাটকে। রাহুল গান্ধীর ছবি দিয়ে একটি গ্রাফিক্স শেয়ার করে সিপিআইএম-এর তরফে ভারত জোড়ো নাকি আসন জোড়ো তা নিয়ে প্রশ্ন করা হয়েছে কংগ্রেসকে।

সিপিআইএম বিজেপির এ টিম

সিপিআইএম-এর নিশানার জেরে কংগ্রেস তাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিপিআইএমকে বিজেপি-র এ টিম বলে আক্রমণ শানিয়েছে। দলের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ টুইট করে বলেছেন, কীভাবে এবং কেন যাত্রার পরিকল্পনা করা হয়েছিল, তার জন্য হোমওয়ার্ক করতে বলেছেন তিনি। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে মুন্ডু মোদী বলে কটাক্ষ করে তিনি সিপিআইএম-এর তীব্র সমালোচনা করেছেন। প্রসঙ্গত মালয়ালিতে ধুতিকে মুন্ডু বলা হয়। যা পরে থাকেন পিনারাই বিজয়ন।
সম্প্রতি রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে সংসদে বাম ও কংগ্রেসের মধ্যে সমন্বয় লক্ষ্য করা গিয়েছে। সেক্ষেত্রে ভারত জোড়ো যাত্রাকে কেন্দ্র করে কি দুই শিবির বিবাদে জড়িয়ে পড়ল সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জয়রাম রমেশ বলেছেন, বিরোধী ঐক্যের অর্থ কংগ্রেসকে দুর্বল করা নয়। কংগ্রেসকে বিরোধী ঐক্যের গুরুত্বপূর্ণ স্তম্ভ, মন্তব্য করেছেন তিনি। রাহুল গান্ধীকে সিপিএম আক্রমণ করায় কংগ্রেসের এই আক্রমণ বলে ইঙ্গিত করা হয়েছে শতাব্দী প্রাচীন দলের তরফে।

 কেরলে তৃতীয় দিনে পড়েছে ভারত জোড়ো যাত্রা

কেরলে তৃতীয় দিনে পড়েছে ভারত জোড়ো যাত্রা

এদিন কেরলে ভারত জোড়ো যাত্রা তৃতীয় দিনে পড়েছে। আর যাত্রা শুরুর ষষ্ঠ দিন। ররিবার ভারত জোড়ো যাত্রা তামিলনাড়ু থেকে কেরলে প্রবেশ করে। তার আগে সোমবার সকালে ভেলয়ানি মোড় থেকে হাঁটা শুরু করেছিলেন রাহুল গান্ধী। সেই সময় রাস্তার ধারে বহু মানুষকে সারিবদ্ধভাবে দেখা দিয়েছে দাড়িয়ে থাকতে।

 কেরলে ক্ষমতায় বামেরা, প্রধান বিরোধী কংগ্রেস

কেরলে ক্ষমতায় বামেরা, প্রধান বিরোধী কংগ্রেস

কেরলে সিপিআইএম-এর নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট ক্ষমতায় রয়েছে। সেখানে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট প্রধান বিরোধী। অন্যদিকে রাহুল গান্ধী কেরলেরই ওয়ানাডের সাংসদ।

চিনের চাপে ভারত নিজের এলাকা থেকে সেনা সরাচ্ছে, টুইটারে দাবি সুব্রহ্মণ্যম স্বামীর চিনের চাপে ভারত নিজের এলাকা থেকে সেনা সরাচ্ছে, টুইটারে দাবি সুব্রহ্মণ্যম স্বামীর

English summary
Why Bharat Jodo Yatra of Congress 18 days in Kerala, 2 days in UP, question of CPIM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X