For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্যাস চেম্বারে না রেখে দিল্লিবাসীকে একবারে মেরে ফেলা হোক, কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

গ্যাস চেম্বারে না রেখে দিল্লিবাসীকে একবারে মেরে ফেলা হোক, কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Google Oneindia Bengali News

মানুষকে কেন গ্যাস চেম্বারে থাকতে বাধ্য হচ্ছে? ‌তারচেয়ে তাঁদের একবারে মেরে ফেলা ভালো। সোমবার সুপ্রিম কোর্ট ফের দিল্লির বায়ু দূষণ নিয়ে কোনও পদক্ষেপ না করয়া ভর্ৎসনা করল কেন্দ্রকে।

গ্যাস চেম্বারে না রেখে দিল্লিবাসীকে একবারে মেরে ফেলা হোক, কেন্দ্রকে ভৎসর্না সুপ্রিম কোর্টের


সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র সলিসিটার জেনারেল তুষার মেহতাকে বলেন, '‌কেন মানুষকে গ্যাস চেম্বারে থাকতে বাধ্য করা হচ্ছে? ‌তার চেয়ে সকলকে একবারে মেরে ফেলা ভালো। ১৫ ব্যাগ বিস্ফোরক এনে মেরে দিক সকলকে। কেন দিল্লিবাসীকে এইসব ভুগতে হবে?‌‌ দিল্লিতে একে–অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ির খেলা চলছে। আমি খুব বিস্মিত।’‌ দিল্লি এবং তার সংলগ্ন এলাকার বায়ু দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে চলছে শুনানি। শীর্ষ আদালত কেন্দ্র এবং দিল্লি সরকারকে নির্দেশ দেয় যে নিজেদের মত পার্থক্য দূরে সরিয়ে রেখে একসঙ্গে বসতে এবং ১০ দিনের মধ্যে বায়ু–পরিশোধক টাওয়ার শহরের কোথায় কোথায় বসানো যেতে পারে তার চূড়ান্ত সিদ্ধান্ত শীর্ষ আদালতকে জানাতে।

দিল্লির বায়ুর মান এখনও দুর্বল হয়ে রয়েছে। প্রসঙ্গত, দিওয়ালির আগে থেকেই দিল্লিতে বায়ু দূষণ শুরু হয়ে যায়। হরিয়ানা ও উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে খড় ও ফসল পোড়ানোর কারণে এই বায়ু দূষণের সৃষ্টি হয়েছে। যা নিয়ে বেশ উদ্বিগ্ন কেন্দ্র–রাজ্য সরকার। দূষণ এতটাই বেড়ে গিয়েছিল যে রাজ্যের স্কুল–কলেজগুলি বন্ধ করে দেওয়া হয়। দিল্লির বাসিন্দাদের সরকারের পক্ষ থেকে মাস্কও বিতরণ করা হয়। এর আগেও সুপ্রিম কোর্টের ভৎসর্নার মুখে পড়তে হয়েছিল কেন্দ্র সরকারকে।

English summary
Why are people being forced to live in a gas chamber? It is better to kill them all in one go. Get explosives in 15 bags at one go,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X