For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের সপ্তম রাষ্ট্রপতি নির্বাচন ছিল সব থেকে আলাদা, কারণ জানলে অবাক হবেন আপনিও

ভারতের সপ্তম রাষ্ট্রপতি নির্বাচন ছিল সব থেকে আলাদা, কারণ জানলে অবাক হবেন আপনিও

Google Oneindia Bengali News

ভারতে ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা। ভারতে সপ্তম রাষ্ট্রপতি নির্বাচন ছিল সব থেকে আলাদা। সেই সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন নীলম সঞ্জীব রেড্ডি। সেই বছর অর্থাৎ ১৯৭৭ সালে ৩৭ জন প্রার্থী রাষ্ট্রপতি প্রার্থীর জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন।

পিছিয়ে যায় রাষ্ট্রপতি নির্বাচন

পিছিয়ে যায় রাষ্ট্রপতি নির্বাচন

১৯৭৭ সালের ১১ ফেব্রুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদের আকস্মিক মৃত্যু হয়। সেই সময় উপরাষ্ট্রপতি বিডি জাট্টি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন করতে হবে। কিন্তু সেই বছর ছয় মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্ভব হয়নি। ফখরুদ্দিন আলি আহমেদের মৃত্যুর একদিন আগেই অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকে দেশে সাধারণ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। যা চলে ১১ মে পর্যন্ত। যার ফলে উক্ত সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্ভব ছিল না। কিন্তু সাধারণ নির্বাচনের পরেও দেশের ১১টি রাজ্যের বিধানসভা হয় জুন-জুলাই মাসে। যার জেরে ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রপতির মৃত্যু হলেও জুলাই মাস পর্যন্ত বিধানসভা ও লোকসভা নির্বাচনের জন্য রাষ্ট্রপতি নির্বাচন সম্ভব ছিল না। শেষ পর্যন্ত ১৯৭৭ সালের ৪ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

৩৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল

৩৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ১৯৭৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৭টি মনোনয়ন জমা পড়েছিল। কিন্তু সেই মনোনয়নগুলোর মধ্যে শুধুমাত্র নীল সঞ্জীব রেড্ডির মনোনয়ন ছিল বৈধ। বাকি মনোনয়ন পত্রগুলো বাতিল হয়ে যায়। সেই কারণে নির্বাচনের কোনও প্রয়োজনীয়তা ছিল না। ফলাফল আগে থেকেই স্পষ্ট ছিল।

রাষ্ট্রপতি হয়েছিলেন নীলম সঞ্জীব রেড্ডি

রাষ্ট্রপতি হয়েছিলেন নীলম সঞ্জীব রেড্ডি

২১ জুলাই বিকেল ৩টা পর্যন্ত প্রার্থী প্রত্যাহার করার সময় ছিল। একমাত্র বৈধ প্রার্থী ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি একমাত্র বৈধ প্রার্থী নিজের নাম তুলে নিতেন, সেক্ষেত্রে গোটা পক্রিয়াটা নতুন করে করতে হতো। ১৯৭৭ সালের ২১ জুলাই বেলা তিনটের পর ভারতের নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৫২ এর ধারা ৮(১)এর অধীনে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, নীলম সঞ্জীব রেড্ডি সর্বসম্মতি ক্রমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ভারতের ইতিহাসে এখনও পর্যন্ত ১৯৭৭ সালেই বিনা প্রতিদ্বন্দ্বিতার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল। ১৯৭৭ সালের ২৫ জুলাই তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

Presidential election 2022: পিছনের দরজা দিয়ে কেন বিধানসভায় অভিষেক, পর্যবেক্ষককে নালিশ বিজেপিরPresidential election 2022: পিছনের দরজা দিয়ে কেন বিধানসভায় অভিষেক, পর্যবেক্ষককে নালিশ বিজেপির

English summary
Why 7 th president election of India 1977 remains most unique till date
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X