দ্বিতীয়বার ক্ষমতায় এসেই স্বস্তি মোদী সরকারের! পাইকারি ভিত্তিক মুদ্রাস্ফীতি ২ বছরে সর্বনিম্ন
পাইকারি ভিত্তিক মুদ্রাস্ফীতির হার দু'বছরে সর্বনিম্ন। গত মে মাসে এই মুদ্রাস্ফীতি নেমে গিয়েছিল ২.৪৫ শতাংশে। মূলত খাদ্যদ্রব্যের দাম কমার জন্যই এই পরিস্থিতি। প্রকাশিত থবর অনুযায়ী সরকারি রিপোর্টে এমনটাই মন্তব্য করা হয়েছে।

মাসিক পাইকারি ভিত্তিক মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করে বাৎসরিক মুদ্রাস্ফীতি মে মাসে ছিল ২.৪৫ শতাংশ। আগের মাসেই ওই মুদ্রাস্ফীতি ছিল ৩.০৭ শতাংশ। আর আগের বছরের একই মাসে মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল ৪.৭৮ শতাংশ। এই আর্থিক বছরে বিল্ডআপ মুদ্রাস্ফীতির হার এখনও পর্যন্ত ১.০৮ শতাংশ আগের বছরের ওই একই সময়ে এই মুদ্রাস্ফীতির হার ছিল ১.৭২ শতাংশ।
ফুড আর্টিকল গ্রুপের সূচক পূর্ববর্তী মাসের মতোই ১৫০.১-এ অপরিবর্তিত রয়েছে। যদি নন ফুড আর্টিকল গ্রুপের সূচত আগের মাসের থেকে ০.৯ বেড়ে হয়েছে ১২৭.৮। খনিজ পদার্থের সূচক ৪.২ শতাংশ কমে গিয়ে হয়েছে ১৩৮ এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের সূচক ৩.৫ বেড়ে হয়েছে ৯২.৮।