খুচরোর পর এবার বাড়ল পাইকারি মুদ্রাস্ফীতি, সংকটে সাধারণ মানুষ
খুচরো মুদ্রাস্ফীতি ডিসেম্বরে বেড়েছে মাত্রাতিরিক্ত। তারপরেই প্রকাশ্যে এসেছে পাইকারি মুদ্রাস্ফীতি। ডিসেম্বরের পাইকারি মুদ্রাস্ফীতি বেড়েছে ২.৫৯ শতাংশ। নভেম্বরে যা ছিল ০.৫৮ শতাংশ। মাত্রাতিরিক্ত খাবারের দামই বলে দিচ্ছে মুদ্রাস্ফীতির কী হাল। ২০১৮ সালের ডিসেম্বর মাসে পাইকারি মুদ্রাস্ফীতি ছিল ৩.৪৬ শতাংশ।

গতকালই খুচরো পাইকারি মুদ্রাস্ফীতির হার প্রকাশ পেয়েছে তা আরও বিপদজ্জনক। রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া উর্ধ্বসীমা অতিক্রম করে গিয়েছে খুচরো মুদ্রাস্ফীতি। দেশের অর্থনীতির অবস্থা যে ক্রমশ খারাপ দিকে যাচ্ছে তা এই পরিসংখ্যানেই স্পষ্ট হয়ে গিয়েছে। গত কয়েক মাসে বিভিন্ন খাদ্য শস্যের দাম বেড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ভয়ঙ্কর রকম বেড়ে গিয়েছে। বিশেষ করে সবজির দাম বেড়েছে। পেঁয়াজ এবং আলুর দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না সরকার।
অন্যদিকে তেলের দাম ক্রমশ বাড়ছে। ইরানের সঙ্গে আমেরিকার বিবাদের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তার প্রভাব পড়ছে ভারতের বাজারেও। খুচরো এবং পাইকারি মুদ্রাস্ফীতির মাত্রাতিরিক্ত বৃদ্ধি সেই আর্থিক সংকটের দিকেই নির্দেশ করছে।
বায়ু সেনার জন্য ৮৩টি তেজস সহ ২০০টি যুদ্ধবিমান কিনবে ভারত