For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাজি -র জন্মদিনে শ্রদ্ধাবনত গোটা দেশ, টুইটে শ্রদ্ধা মোদী থেকে মমতার

গোটা দেশ নেতাজি সুভাষ চন্দ্র বসুকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই শ্রদ্ধা জানালেন।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

নেতাজি-র ১২১ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে গোটা দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে গোটা দেশ। স্বাধীনতা সংগ্রামের এক দারুণ মুখ, দীর্ঘদিন ধরে চলতে থাকা ব্রিটিশ সাম্রাজ্যকে উপড়ে ফেলার জন্য যে আন্দোলন সংগঠন করেছেন তিনি তা মনে করে আজও গোটা জাতি শ্রদ্ধাবনত হয়ে পড়ে। তাঁর আজাদহিন্দ ফৌজ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল অধ্যায়।

নেতাজি -র জন্মদিনে শ্রদ্ধাবনত গোটা দেশ

১৮৯৭ সালের ২৩ জানুয়ারি ওড়িশার কটকে জন্মগ্রহণ করেছিলেন সুভাষ চন্দ্র বোস। প্রাথমিকভাবে কলকাতায় কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন তিনি। কিন্তু ১৯২২ সালে স্বরজা পার্টি প্রতিষ্ঠা করেন। নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেশাত্মবোধ দেশের ওপর একটা অন্য প্রভাব ফেলেছিল। আজও তার তোলা 'জয় হিন্দ ' ধ্বনি একই রকমের প্রাসঙ্গিক রয়ে গেছে।

নেতাজির জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সকলেই এই মহান পুরুষকে স্মরণ করেছেন।

নেতাজির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক মিনিটে লম্বা ভিডিও বার্তা পোস্ট করেছেন।


নেতাজিকে নিজের শ্রদ্ধাজ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জয় হিন্দ ধ্বনি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও নিজের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

কংগ্রেসের অফিসিয়াল টুইটারেও নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।


উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু নেতাজি সুভাষ চন্দ্র বসু তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁকে জাতীয় আইকন বলেছেন।

বিজেপি প্রধান অমিত শাহ, কর্ণাটকের বিজেপি প্রেসিডেন্ট বিএস ইয়েদুরাপ্পা , ইউনিয়ন মিনিস্টার হর্ষবর্ধন, নেতাজিকে শ্রদ্ধা অর্পণ করেছেন।

English summary
Whole nation is remembering Netaji Subhash Chandra Bose 's Birth anniversary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X