For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা নির্বাচনে কে পাবে ক’টি আসন, একনজরে সি-ভোটারের সমীক্ষা

২০১৯-এর লোকসভা ভোটে কার পাল্লা ভারী। ফের কি ক্ষমতায় ফিরবেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি তথা এনডিএ? নাকি রাহুল গান্ধীর উত্থান হবে এবার?

Google Oneindia Bengali News

২০১৯-এর লোকসভা ভোটে কার পাল্লা ভারী। ফের কি ক্ষমতায় ফিরবেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি তথা এনডিএ? নাকি রাহুল গান্ধীর উত্থান হবে এবার? আরও একটা সমীক্ষার রিপোর্ট সামনে এল ভোট শুরুর আগে। সি ভোটারের জনমত সমীক্ষায় আভাস ম্যাজিক ফিগারের আগেই থমকে যাবে এনডিএ। তবে পিছনে ফেলে দেবে ইউপিএ-কে।

সি ভোটারের সমীক্ষা, এনডিএ বনাম ইউপিএ

সি ভোটারের সমীক্ষা, এনডিএ বনাম ইউপিএ

সি ভোটারের সমীক্ষায় আভাস ৫৪৩টির মধ্যে ২৬৭টি আসনে পারে এনডিএ। আর ইউপিএ জিততে পারে ১৪২টি আসনে। এবার অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ১৩৪টি আসন। অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না কেউই। এনডিএ ম্যাজিক ফিগারের থেকে পাঁচটি আসন দূরে থমকে যাবে।

কটি পাবে বিজেপি ও কংগ্রেস

কটি পাবে বিজেপি ও কংগ্রেস

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এনডিএর ২৬৭টির মধ্যে বিজেপি পেতে পারে ২২২ আসন। তেমনই ইউপিএ-র ১৪২টির মধ্যে কংগ্রেস পেতে পারে ৯১টি আসন।

গতবারের নিরিখে

গতবারের নিরিখে

গতবার অর্থাৎ ২০১৪ লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন। এবার ২৬৭টি আসন পেতে পারে এনডিএ। অর্থাৎ এবার তারা ৬৯টি আসন কম পাচ্ছে। তেমনই গতবার ইউপিএ পেয়েছিল ৬০টি আসন। এবার তারা বাড়িয়ে ১৪২টি হতে পারে। অর্থাৎ এবার ৮২টি আসন বাড়বে ইউপিএ-র।

ভোট শতাংশে কে কত

ভোট শতাংশে কে কত

সি ভোটারের সমীক্ষায় ভোট শতাংশের বিচারে এনডিএ পেতে পারে ৪২ শতাংশ ভোট। ইউপিএ পেতে পারে ৩১ শতাংশ ভোট। গতবারের নিরিখে বিজেপির ভোট বাড়ছে ৩ শতাংশ। আর কংগ্রেসের ভোট বাড়ছে ৮ শতাংশ।

২০১৪-র ফলের নিরিখে বিজেপি-কংগ্রেস

২০১৪-র ফলের নিরিখে বিজেপি-কংগ্রেস

গতবার অর্থাৎ ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ২৮২টি আসন। কংগ্রেস জিতেছিল মাত্র ৪৪ আসনে। সেই নিরিখে বিজেপির আসন কমছে ৬০টি। আর কংগ্রেসের আসন সংখ্যা বাড়ছে ৪৭টি। এই বিষয়টিও বিশেষ তাৎপর্যপূর্ণ।

English summary
Who will win 2019 Lok Sabha Election according to C voter survey. C Voter indicates no majority in 17th LokSabha.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X