For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিশঙ্কু ফলাফল, কে গড়বে হরিয়ানায় সরকার ?

হরিয়ানায় আশানুরূপ ফল হয়নি বিজেপির। ঘাড়ের কাছে শ্বাস ফেলেছে কংগ্রেস। ৯০ আসনের বিধানসভার রাজ্যে ৭৫ আসন প্রাপ্তির ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি বিজেপি। ৪৬টি আসন পেতে লড়াই চালাতে হয়েছে বিজেপি শিবিরকে।

Google Oneindia Bengali News

হরিয়ানায় আশানুরূপ ফল হয়নি বিজেপির। ঘাড়ের কাছে শ্বাস ফেলেছে কংগ্রেস। ৯০ আসনের বিধানসভার রাজ্যে ৭৫ আসন প্রাপ্তির ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি বিজেপি। ৪৬টি আসন পেতে লড়াই চালাতে হয়েছে বিজেপি শিবিরকে। সেতুলনায় অনেকটাই ভাল ফল করেছে কংগ্রেস। ২০১৪ সালের বিধানসভা ভোটে যেখানে ১৯টি আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছিল কংগ্রেসকে। এবছর সেখানে ৩০টি আসন পেয়েছে কংগ্রেস। যদিও সরকার গড়ার পক্ষে তা যথেষ্ট নয়। এর জন্য অন্য দলের সমর্থন প্রয়োজন। সেতুলনায় অনেকটাই ভাল ফল করেছে হরিয়ানা জননায়ক জনতা পার্টি বাবা জেজেপি।

ত্রিশঙ্কু ফলাফল, কে গড়বে হরিয়ানায় সরকার ?

এক্ষেত্রে অবশ্য জেজেপি আগেই সরকার গঠনের দাবি জানিয়ে ফেলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দুষ্মন্ত চৌতালার নামও ঘোষণা করে ফেলেছে দল। তাঁকে মুখ্যমন্ত্রী করার জন্য বিজেপি এবং কংগ্রেস উভয় দলের কাছেই সমর্থন চেয়েছে জেজেপি। কিন্তু কংগ্রেস এক্ষেত্রে জেজেপি এবং নির্দলগুলির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের দাবি জানাতে পারে। কিন্তু জেজেপির সঙ্গে কংগ্রেসের ভূপেন্দ্র সিং হুডার চরম বিরোধ রয়েছে।
এদিকে দুষ্মন্ত মুখ্যমন্ত্রী পদ না পেলে বিজেপিতে যোগ দেবে তাতে কোনও সন্দেহ নেই। তবে তাতে জাঠদের সমর্থন পাওয়া যাবে কিনা এই নিয়ে সন্দেহ রয়েই গিয়েছে। কারণ জেজেপি বলিয়ান হয়েছে জাঠদের সমর্থন নিয়ে। সরকার গঠনের সুযোগ কোনওভাবেই ছাড়তে চাইবে না জেজেপিও।

English summary
who will form the government in haryana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X