For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গেহলট বনাম থারুর, কংগ্রেসের সভাপতির দৌড়ে এগিয়ে কে? সোনিয়ার সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

গেহলট বনাম থারুর, কংগ্রেসের সভাপতির দৌড়ে এগিয়ে কে? সোনিয়ার সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

Google Oneindia Bengali News

শিয়রে কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোটাভুটি। শশী থারুর আগেই প্রার্থী হওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন। এরই মাঝে আবার অশোক গেহলটকে নিয়ে চলছে জল্পনা। ইতিমধ্যেই আজ আবার দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন অশোক গেহলট। এই খবর প্রকাশ্যে আসতেই জল্পনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। অশোক গেহলটের সভাপতি পদে িনর্বাচনের সম্ভাবনা প্রবল রয়েছে।

প্রার্থী হচ্ছে শশী থারুর

প্রার্থী হচ্ছে শশী থারুর

কংগ্রেসের সভাপতি পদে এবার আর গান্ধী পরিবারের কেউ থাকছে না। এমনই জল্পনা শুরু হয়েছে। শশী থারুর আগেই সভাপতি নির্বাচনে নিজের প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছিলেন। তার পর থেকে গান্ধী পরিবারের কেউ এবার সভাপতি পদে থাকবেন না এই নিয়ে জল্পনার পারদ চড়ছে। এই নিয়ে বিতর্কের মাঝেই গুলাম নবি আজাদ বিদ্রোহী হয়ে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন। এবং িনজের আলাদা রাজনৈতিক দল তৈরির কথা ঘোষণা করেন।

গেহলটের সঙ্গে বৈঠক সােনিয়ার

গেহলটের সঙ্গে বৈঠক সােনিয়ার

এরই মধ্যে আবার আজ সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অশোক গেহলটের। তাকে ঘিরে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর অশোক গেহলট সভাপতি পদে প্রার্থী হচ্ছেন। তারআগে সোিনয়া গান্ধীর সঙ্গে গেহলটের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অশোক গেহলট কংগ্রেসের প্রবীণ নেতাদের মধ্যে অন্যতম। আগামী ২৬ সেপ্টেম্বর কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন। তার আগে পরিস্থিতি পর্যালোচনাতেই অশোক গেহলটের সঙ্গে বৈঠকে বসছেন সোনিয়া গান্ধী। রাজনৈতিক মহল সূত্রে খবর গেহলট সোনিয়ার বিশেষ আস্থাভাজন। সেকারণে রাহুল সভাপতি হতে না চাইলে অশোক গেহলটকে প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে।

গান্ধী মুক্ত সভাপতি পদ

গান্ধী মুক্ত সভাপতি পদ

২০২৪-র লোকসভা ভোটের আগে কংগ্রেসের এই সভাপতি িনর্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ এই প্রথম কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন ঘিরে এত টানা পোড়েন চলছে। গান্ধী পরিবারের কোনও সদস্য সভপতি পদে বসতে নারাজ। রাহুল গান্ধী সভাপতি পদে বসতে রাজি নন। কাজেই এই প্রথম গান্ধী পরিবারের বাইরে কেউ কংগ্রেসের সভাপতি পদে বসবেন। এবং তাঁর নেতৃত্বে ২০২৪-র লোকসভা ভোট লড়বে কংগ্রেস। ২০১৯-র লোকসভা ভোটে বিপুল হারের পর সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিেলন রাহুল গান্ধী। তারপর আর তিিন সভাপতি পদে বসতে চাননি।

গেহলট সভাপতি হলে সুবিধা কার

গেহলট সভাপতি হলে সুবিধা কার

গেহলট সভাপতি হলে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে কে বসবেন। মনে করা হচ্ছে সচিন পাইলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে বসানো হবে। যদিও গেহলটের সঙ্গে এক প্রকার খাড়াখাড়ি সম্পর্ক সচিনের। একাধিকবার তিিন বিদ্রোহী হয়ে উঠেছিলেন। পরে আবার গেহলটের মন্ত্রিসভায় ফিরে এলেও তেমন ভাবে তাঁকে সক্রিয় হতে দেখা যায়নি। গেহলট কংগ্রেসের সভাপতি হলে একদিকে যেমন চাপ বাড়বে সচিনের। অপর দিকে তেমনই মুখ্যমন্ত্রী হওয়ার প্রধান বাধা দূর হয়ে যাবে।

Weather update: দফায় দফায় বৃষ্টিতে ভিজবে শহর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারিWeather update: দফায় দফায় বৃষ্টিতে ভিজবে শহর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি

English summary
Ashok Gehlot and Sashi Tharur will contest Congress President election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X