For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ পদ্মসম্মান পাচ্ছেন যাঁরা, ঘোষিত পুরস্কার প্রাপকের নাম

দেশের ৭১তম প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরষ্কারের নাম ঘোষণা করা হল। ২০২০ সালে পদ্ম পুরষ্কারে সম্মানিত করা হবে সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ।

  • |
Google Oneindia Bengali News

দেশের ৭১তম প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরষ্কারের নাম ঘোষণা করা হল। ২০২০ সালে পদ্ম পুরষ্কারে সম্মানিত করা হবে সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ। পদ্ম সম্মানের তালিকায় নাম রয়েছে জগদীশ লাল আহুজা, জাভেদ আহমদ তাক, সত্যায়নায় মুন্ডায়ুর, এস রামকৃষ্ণ, যোগী অ্যারন প্রমুখের। এই তালিকায় নাম রয়েছে বাংলার চিকৎসহ অরুমোদয় মণ্ডলের।

সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ পদ্মসম্মান পাচ্ছেন যাঁরা

'লঙ্গর বাবা' নামে খ্যাত জগদীশ লাল আহুজা দুই দশকেরও বেশি সময় ধরে দরিদ্র রোগীদের মুখে খাবার তুলে দিয়ে আসছেন। তাঁর সেই নিঃস্বার্থ কীর্তির জন্য তাঁকে পদ্ম সম্মানে ভূষিত করা হচ্ছে। রোগীদের কম্বল এবং জামাকাপড় থেকে আর্থিক সহায়তাও করেন তিনি।

তেমনই কাশ্মীরের অনন্তনাগের জাভেদ আহমেদ দুই দশক ধরে বিশেষ দক্ষ-শিশুদের মূলধারার জীবনে সংহত করার কাজ করে চলেছেন। তাঁকে পদ্ম সম্মানে ভূষিত করা হচ্ছে। এ বছরের আরেক পদ্ম পুরষ্কারপ্রাপ্ত হলেন মহম্মদ শরিফ ওরফে 'চাচা শরিফ'। এই চাচা শরিফ গত ২৫ বছর ধরে হাজার হাজার দাবিহীন মৃতদেহের শেষকৃত্য সম্পাদন করে চলেছেন।

তিনি ফয়েজাবাদ ও তার আশপাশে প্রায় ২৫,০০০ এরও বেশি বেওয়ারিশ লাশের শেষকৃত্য করেছেন। তিনি কখনও ধর্মের ভিত্তিতে পার্থক্য করেননি। তিনি যেমন হিন্দুদের সৎকার করেছেন এবং মুসলমানদেরও কবর দিয়েছেন। প্রজাতন্ত্র দিবসে পদ্মশ্রী পুরষ্কার পাচ্ছেন তুলসী গৌড়। তিনি বিভিন্ন প্রজাতির গাছপালা ও ঔষধি গাছের বিস্তীর্ণ জ্ঞানের কারণে পদ্ম সম্মান পাচ্ছেন।

এবার মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন জর্জ ফার্নান্ডেজ, সুষমা স্বরাজ, অরুণ জেটলি ও মনোহর পার্রিকর। পদ্মবিভূষণ পা্ছেন মেরি কম। আর পদ্মভূষণ সম্মান পাচ্ছেন পিভি সিন্ধু।

English summary
Who will be conferred with the Padma Award ahead of the 71st Republic Day. The names of several awardees are announced.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X